9 Hindi OTT Releases 2021: ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ৯টি ওয়েব সিরিজ় ও ছবি, সব ক’টি আপনার দেখা কি?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 25, 2021 | 11:04 AM

বছরভর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে একাধিক ছবি ও ওয়েব সিরিজ়। বলা হচ্ছে, ৪০০টিরও বেশি ভারতীয় কন্টেন্ট নাকি স্ট্রিম করেছে ২০২১ সালে। করোনা আবহে মানুষকে বাড়িতেই মনোরঞ্জন দেওয়ার কাজ পুরোদমে পালন করেছে প্ল্যাটফর্মগুলি। যে বিষয় কিংবা ছবি-সিরিজ় আলোচনার শীর্ষের উঠে এসেছিল, তালিকা মিলিয়ে দেখুন তো আপনার দেখা কিনা?

1 / 9
দ্যা হোয়াইট টাইগার (২২ জানুয়ারি, ২০২১) - অভিনেতা আদর্শ গৌরবের মাইলস্টোন কাজ। অভিনেতা হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করেছিল। আদর্শ ছাড়াও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও রাজকুমার রাও। ভারতীয় সমাজে ভৃত্য সংস্কৃতি, ধনী-দরিদ্রের ভেদাভেদ নিয়ে গল্প।

দ্যা হোয়াইট টাইগার (২২ জানুয়ারি, ২০২১) - অভিনেতা আদর্শ গৌরবের মাইলস্টোন কাজ। অভিনেতা হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করেছিল। আদর্শ ছাড়াও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও রাজকুমার রাও। ভারতীয় সমাজে ভৃত্য সংস্কৃতি, ধনী-দরিদ্রের ভেদাভেদ নিয়ে গল্প।

2 / 9
 দ্যা ফ্যামিলি ম্যান সিজ়ন ২ (৪ জুন, ২০২১) - 'দ্যা ফ্যামিলি ম্যান' মুক্তি ও জনপ্রিয়তার পর দ্বিতীয় সিজ়ন আসে। প্রথমটির মতো দ্বিতীয়টি নিয়েও বিস্তর বিতর্ক হয়। সেই সিজ়নে অভিনয় করেন মনোজ বাজপেয়ী। বিশেষ আকর্ষণের কেন্দ্রে ছিলেন সামান্থা রুথ প্রভু।

দ্যা ফ্যামিলি ম্যান সিজ়ন ২ (৪ জুন, ২০২১) - 'দ্যা ফ্যামিলি ম্যান' মুক্তি ও জনপ্রিয়তার পর দ্বিতীয় সিজ়ন আসে। প্রথমটির মতো দ্বিতীয়টি নিয়েও বিস্তর বিতর্ক হয়। সেই সিজ়নে অভিনয় করেন মনোজ বাজপেয়ী। বিশেষ আকর্ষণের কেন্দ্রে ছিলেন সামান্থা রুথ প্রভু।

3 / 9
তাণ্ডব (১৫ জানুয়ারি, ২০২১) - সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার অভিনীত 'তাণ্ডব' আসলে একটি থ্রিলার ধর্মী ছবি। থ্রিলার হলেও এর রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে রাজনীতি, কৌশল। মুক্তির সময় বেশ আলোড়ন পড়েছিল। ব্যান করার দাবিও উঠেছিল। কিন্তু কথাতেই আছে, যাহা কিছু নিষিদ্ধ, তাহাই চুম্বকের মতো টানে। 'তাণ্ডব'ও তাই।

তাণ্ডব (১৫ জানুয়ারি, ২০২১) - সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার অভিনীত 'তাণ্ডব' আসলে একটি থ্রিলার ধর্মী ছবি। থ্রিলার হলেও এর রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে রাজনীতি, কৌশল। মুক্তির সময় বেশ আলোড়ন পড়েছিল। ব্যান করার দাবিও উঠেছিল। কিন্তু কথাতেই আছে, যাহা কিছু নিষিদ্ধ, তাহাই চুম্বকের মতো টানে। 'তাণ্ডব'ও তাই।

4 / 9
বম্বে বেগমস (৮ মার্চ, ২০২১) - পূজা ভাট, সাহানা গোস্বামী, আম্রুতা সুভাষ, প্লাবিতা বড়ঠাকুরতা, আধ্যা আনন্দ পরিচালিত 'বম্বে বেগমস' ওয়েব সিরিজ়টি নারী স্বাধীনতা, সম্পর্কের সমীকরণ, সমকামিতা নিয়ে কথা বলে।

বম্বে বেগমস (৮ মার্চ, ২০২১) - পূজা ভাট, সাহানা গোস্বামী, আম্রুতা সুভাষ, প্লাবিতা বড়ঠাকুরতা, আধ্যা আনন্দ পরিচালিত 'বম্বে বেগমস' ওয়েব সিরিজ়টি নারী স্বাধীনতা, সম্পর্কের সমীকরণ, সমকামিতা নিয়ে কথা বলে।

5 / 9
ভূজ: দ্যা প্রাইড অফ ইন্ডিয়া (১৫ অগস্ট, ২০২১) - অজয় দেবগন অভিনীত 'ভূজ: দ্যা প্রাইড অফ ইন্ডিয়া' মুক্তি পেয়েছিল স্বাধীনতা দিবসের ঠিক আগে।

ভূজ: দ্যা প্রাইড অফ ইন্ডিয়া (১৫ অগস্ট, ২০২১) - অজয় দেবগন অভিনীত 'ভূজ: দ্যা প্রাইড অফ ইন্ডিয়া' মুক্তি পেয়েছিল স্বাধীনতা দিবসের ঠিক আগে।

6 / 9
দৃশ্যম ২ (১৯ ফেব্রুয়ারি, ২০২১) - 'দৃশ্যম' ছবির ৬ বছর পর সিকুয়্যেল আসে 'দৃশ্যম টু'। মোহনলাল পরিচালিত ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় ওটিটিতেই মুক্তি পায়।

দৃশ্যম ২ (১৯ ফেব্রুয়ারি, ২০২১) - 'দৃশ্যম' ছবির ৬ বছর পর সিকুয়্যেল আসে 'দৃশ্যম টু'। মোহনলাল পরিচালিত ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় ওটিটিতেই মুক্তি পায়।

7 / 9
ত্রিভঙ্গ (১৫ জানুয়ারি, ২০২১) -  তিনটি প্রজন্মের গল্প। দিদিমা, মা ও মেয়ে। অভিনয় করেছিলেন কাজল, তানভী আজ়মি, মিথিলা পালকার। বেশ কিছু অতীতের ঘটনাকে তুলে ধরা হয়েছিল। নারী মনের দোটানা, তাঁদের সংগ্রাম ও ফিরে আসার গল্প ত্রিভঙ্গ।

ত্রিভঙ্গ (১৫ জানুয়ারি, ২০২১) - তিনটি প্রজন্মের গল্প। দিদিমা, মা ও মেয়ে। অভিনয় করেছিলেন কাজল, তানভী আজ়মি, মিথিলা পালকার। বেশ কিছু অতীতের ঘটনাকে তুলে ধরা হয়েছিল। নারী মনের দোটানা, তাঁদের সংগ্রাম ও ফিরে আসার গল্প ত্রিভঙ্গ।

8 / 9
পাগলেইট (২৬ মার্চ ২০২১) - এক অল্প বয়সি নারীর বিধবা হওয়ার গল্প বলে 'পাগলেইট'। উঠে আসে সামাজিক ছবিও।

পাগলেইট (২৬ মার্চ ২০২১) - এক অল্প বয়সি নারীর বিধবা হওয়ার গল্প বলে 'পাগলেইট'। উঠে আসে সামাজিক ছবিও।

9 / 9
দ্যা বিগ বুল (৮ এপ্রিল, ২০২১) -  ১৯৯২ সালের স্ক্যাম নিয়ে গল্প। অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। তাঁকে দেখা যায় হর্ষদ মেহতার চরিত্রে।

দ্যা বিগ বুল (৮ এপ্রিল, ২০২১) - ১৯৯২ সালের স্ক্যাম নিয়ে গল্প। অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। তাঁকে দেখা যায় হর্ষদ মেহতার চরিত্রে।

Next Photo Gallery
WhatsApp Upcoming Feature: হোয়াটসঅ্যাপে আসছে একাধিক ফিচার, আগামী বছরে কী কী নতুনত্ব থাকবে এই অ্যাপে দেখে নিন…
Merry Christmas 2021: ক্রিসমাসের আমেজে রোনাল্ডো-সুয়ারেজরা, দেখুন ছবিতে