Bengal Politicians of 2021: একুশে সবচেয়ে আলোচিত বঙ্গ রাজনীতিক

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 23, 2021 | 5:04 PM

Year Ending 2021: শেষ হতে চলল ২০২১ সাল। ফিরে দেখা এ বছরের রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচিত মুখ ছিলেন কারা।

1 / 9
একুশের ভোটে জিতে তৃতীয় বারের জন্য বাংলার মসনদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার দেশের রাজনীতিতে প্রধান বিরোধী মুখ হিসাবে উঠে এসেছেন বাংলার এই নেত্রী। নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হলেও ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয়লাভ করে বাংলার কুর্সি সামলাচ্ছেন তিনি। এবার চোখ দিল্লিতে। তাঁর দলের দাবি, কংগ্রেস নয়, বিজেপির বিরুদ্ধে প্রধান মুখ তৃণমূল সুপ্রিমোই।

একুশের ভোটে জিতে তৃতীয় বারের জন্য বাংলার মসনদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার দেশের রাজনীতিতে প্রধান বিরোধী মুখ হিসাবে উঠে এসেছেন বাংলার এই নেত্রী। নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হলেও ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয়লাভ করে বাংলার কুর্সি সামলাচ্ছেন তিনি। এবার চোখ দিল্লিতে। তাঁর দলের দাবি, কংগ্রেস নয়, বিজেপির বিরুদ্ধে প্রধান মুখ তৃণমূল সুপ্রিমোই।

2 / 9
এক সময়ের মমতার সহযোদ্ধা এখন রাজ্য রাজনীতিতে তাঁর প্রধান বিরোধী মুখ। একুশের ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী নেতা হিসাবে ধারাবাহিক ভাবে রাজ্যকে আক্রমণ শানাচ্ছেন পূর্ব মেদিনীপুরের এই নেতা। বিধানসভার ভিতর ও বাইরে শাসক দলের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নেতৃত্বে থাকেন শুভেন্দু। দুর্নীতি থেকে বেকারত্ব, কৃষক মৃত্যু থেকে ভ্যাকসিন রাজনীতি বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে ধারাবাহিক আক্রমণে নন্দীগ্রামের বিধায়ক। যদিও বিরোধীদের অভিযোগ, তিনি বিভাজনের রাজনীতি করছেন।

এক সময়ের মমতার সহযোদ্ধা এখন রাজ্য রাজনীতিতে তাঁর প্রধান বিরোধী মুখ। একুশের ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী নেতা হিসাবে ধারাবাহিক ভাবে রাজ্যকে আক্রমণ শানাচ্ছেন পূর্ব মেদিনীপুরের এই নেতা। বিধানসভার ভিতর ও বাইরে শাসক দলের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নেতৃত্বে থাকেন শুভেন্দু। দুর্নীতি থেকে বেকারত্ব, কৃষক মৃত্যু থেকে ভ্যাকসিন রাজনীতি বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে ধারাবাহিক আক্রমণে নন্দীগ্রামের বিধায়ক। যদিও বিরোধীদের অভিযোগ, তিনি বিভাজনের রাজনীতি করছেন।

3 / 9
একুশের ভোটে সবচেয়ে আলোচিত মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরও তাঁকেই আক্রমণ হিসাবে বেছে নিয়েছিলেন। যদিও একুশের ভোটে বিপুল জয়ের পর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এখন তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, এই তৃণমূল নতুন তৃণমূল।

একুশের ভোটে সবচেয়ে আলোচিত মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরও তাঁকেই আক্রমণ হিসাবে বেছে নিয়েছিলেন। যদিও একুশের ভোটে বিপুল জয়ের পর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এখন তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, এই তৃণমূল নতুন তৃণমূল।

4 / 9
বোটানির শিক্ষকের রাজ্য রাজনীতির বড় মুখ হয়ে ওঠা এই একুশের ভোটেই। বালুরঘাটের সাংসদের কাঁধে গিয়েছে রাজ্য বিজেপি সভাপতির পদভার। তাঁর রাজ্য সভাপতি হওয়াকে রাজনৈতিক মহলের একাংশ মনে করে একুশের ভোটের ফলাফলের পরই দিলীপ ঘোষকে সরাল বিজেপি। যদিও দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার কেউই তা মানতে নারাজ। আর সুকান্ত মজুমদার বলেন, নিজের মতো করে চেষ্টা করছেব বঙ্গ বিজেপিকে দাঁড় করাতে।

বোটানির শিক্ষকের রাজ্য রাজনীতির বড় মুখ হয়ে ওঠা এই একুশের ভোটেই। বালুরঘাটের সাংসদের কাঁধে গিয়েছে রাজ্য বিজেপি সভাপতির পদভার। তাঁর রাজ্য সভাপতি হওয়াকে রাজনৈতিক মহলের একাংশ মনে করে একুশের ভোটের ফলাফলের পরই দিলীপ ঘোষকে সরাল বিজেপি। যদিও দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার কেউই তা মানতে নারাজ। আর সুকান্ত মজুমদার বলেন, নিজের মতো করে চেষ্টা করছেব বঙ্গ বিজেপিকে দাঁড় করাতে।

5 / 9
একুশের ভোটের আগে ধূমকেতুর মতো উত্থান আব্বাস সিদ্দিকির। ফুরফুরা শরিফের পীরজাদা থেকে আচমকা রাজনীতিতে প্রবেশ তাঁর। ব্রিগেডে তাঁকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেলও ভোটবাক্সে কোনও প্রভাব পড়েনি। বাম ও কংগ্রেসের সঙ্গে জোট করে পীরজাদার আইএসএফ। সংযুক্ত মোর্চা নাম হয়। যদিও মোর্চার তরফে একটি মাত্র যে আসন তারা জিতেছে তা এই আইএসএফের বদন্যতায়। যদিও ভোটের পর তেমন করে আর লাইমলাইটে নেই আব্বাস।

একুশের ভোটের আগে ধূমকেতুর মতো উত্থান আব্বাস সিদ্দিকির। ফুরফুরা শরিফের পীরজাদা থেকে আচমকা রাজনীতিতে প্রবেশ তাঁর। ব্রিগেডে তাঁকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেলও ভোটবাক্সে কোনও প্রভাব পড়েনি। বাম ও কংগ্রেসের সঙ্গে জোট করে পীরজাদার আইএসএফ। সংযুক্ত মোর্চা নাম হয়। যদিও মোর্চার তরফে একটি মাত্র যে আসন তারা জিতেছে তা এই আইএসএফের বদন্যতায়। যদিও ভোটের পর তেমন করে আর লাইমলাইটে নেই আব্বাস।

6 / 9
প্রথমে একুশের ভোট তার পর ত্রিপুরা। তাঁকে নিয়ে উত্তপ্ত ছিল কলকাতা, আগরতলা এমনকি নয়াদিল্লিও। কলকাতায় মোমবাতি হাতে পথে নেমেছেন বুদ্ধিজীবীরা। তিনি সায়নী ঘোষ। অভিনেতা পরিচিতি বাদ দিয়ে তিনি এখন শুধুই রাজনীতিক। তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে আলাদা করে গুরুত্ব দিয়েছে দল। অভিনেত্রী থেকে নেত্রী হয়ে উঠতে পুরোদমে পরিশ্রম করছেন তিনি।

প্রথমে একুশের ভোট তার পর ত্রিপুরা। তাঁকে নিয়ে উত্তপ্ত ছিল কলকাতা, আগরতলা এমনকি নয়াদিল্লিও। কলকাতায় মোমবাতি হাতে পথে নেমেছেন বুদ্ধিজীবীরা। তিনি সায়নী ঘোষ। অভিনেতা পরিচিতি বাদ দিয়ে তিনি এখন শুধুই রাজনীতিক। তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে আলাদা করে গুরুত্ব দিয়েছে দল। অভিনেত্রী থেকে নেত্রী হয়ে উঠতে পুরোদমে পরিশ্রম করছেন তিনি।

7 / 9
জেএনইউ-র প্রাক্তনী থেকে সিপিএম প্রার্থী। দীপ্সিতা ধরের ভোট রাজনীতিতে প্রবেশ একুশের ভোটেই। বামেরা যে একগুচ্ছ নয়া মুখ তুলে এনেছিল, তার মধ্যে অন্যতম ছিলেন বালির এই তরুণী। বালি বিধানসভা কেন্দ্রেই লড়েছেন। তৃণমূল কংগ্রেসের ড. রানা চ্যাটার্জী এবং ভারতীয় জনতা পার্টির বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে লড়ে হারতে হয়েছে বটে, তবে রাজনীতির ময়দানে বহাল তবিয়তে আছেন তিনি।

জেএনইউ-র প্রাক্তনী থেকে সিপিএম প্রার্থী। দীপ্সিতা ধরের ভোট রাজনীতিতে প্রবেশ একুশের ভোটেই। বামেরা যে একগুচ্ছ নয়া মুখ তুলে এনেছিল, তার মধ্যে অন্যতম ছিলেন বালির এই তরুণী। বালি বিধানসভা কেন্দ্রেই লড়েছেন। তৃণমূল কংগ্রেসের ড. রানা চ্যাটার্জী এবং ভারতীয় জনতা পার্টির বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে লড়ে হারতে হয়েছে বটে, তবে রাজনীতির ময়দানে বহাল তবিয়তে আছেন তিনি।

8 / 9
নন্দীগ্রামে তাঁর প্রথম পরিচয় ঘটেছিল মানুষের সঙ্গে। তখন চষে বেড়িয়েছিলেন তিনি। গ্রামীণ মানুষের সঙ্গে পরিচয় ঘটেছিল। এমনকী জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু দুই হেভিওয়েট রাজনীতিবিদের লড়াইয়ের মাঝে পড়ে ভোটবাক্সে সাফল্য তুলে আনতে পারেননি। একদিকে মমতা অন্যদিকে শুভেন্দুর লড়াইয়ে হারতে হয় তাঁকে। কিন্তু একুশের নির্বাচনের পরাজয়ের পর হতাশ হননি। বরং লড়াকু মেজাজে তারপরও তাঁকে দেখা গিয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। তিনি এখন সিপিআইএম যুবনেত্রী।

নন্দীগ্রামে তাঁর প্রথম পরিচয় ঘটেছিল মানুষের সঙ্গে। তখন চষে বেড়িয়েছিলেন তিনি। গ্রামীণ মানুষের সঙ্গে পরিচয় ঘটেছিল। এমনকী জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু দুই হেভিওয়েট রাজনীতিবিদের লড়াইয়ের মাঝে পড়ে ভোটবাক্সে সাফল্য তুলে আনতে পারেননি। একদিকে মমতা অন্যদিকে শুভেন্দুর লড়াইয়ে হারতে হয় তাঁকে। কিন্তু একুশের নির্বাচনের পরাজয়ের পর হতাশ হননি। বরং লড়াকু মেজাজে তারপরও তাঁকে দেখা গিয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। তিনি এখন সিপিআইএম যুবনেত্রী।

9 / 9
রাজ্য বিজেপির সভাপতির পদ সামলেছেন একসময়। কিন্তু মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালকে নিয়ে বিড়ম্বনায় রাজ্য বিজেপি। একুশের ভোটে তৃণমূলের কাছে পর্যুদস্ত হওয়া দলের এমন অভ্যন্তরীণ বিভেদ ও বিতর্কিত বিষয় সামনে আনছেন তথাগত রায়। পুরভোটের পরও তাঁর টুইট-বাণ জারি।

রাজ্য বিজেপির সভাপতির পদ সামলেছেন একসময়। কিন্তু মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালকে নিয়ে বিড়ম্বনায় রাজ্য বিজেপি। একুশের ভোটে তৃণমূলের কাছে পর্যুদস্ত হওয়া দলের এমন অভ্যন্তরীণ বিভেদ ও বিতর্কিত বিষয় সামনে আনছেন তথাগত রায়। পুরভোটের পরও তাঁর টুইট-বাণ জারি।

Next Photo Gallery