
পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে গনিত হয় তাজ মহল। সুতরাং, আপনার বাকেটলিস্টে এই জায়গাকে অবশ্যই রাখবেন।

গঙ্গার ঘাট, মন্দির, ঐতিহ্য, সংস্কৃতি, অলি-গলি, স্ট্রিট ফুড সব নিয়ে এক রঙচঙে স্থান হল বেনারস। সুতরাং এই স্থানকে বাদ দেবেন কীভাবে!

হিমালয়ের সৌন্দর্য তো ভারতের অনেক প্রান্ত থেকেই নেওয়া যায়। কিন্তু টয়ট্রেনে চড়ে হিমালয়ের সেই অনুভূতি নেওয়ার জন্য আপনাকে যেতে হবে দার্জিলিং। সেখানেই রয়েছে ভারতের রেল স্টেশন ঘুম।

ভারতের ঐতিহ্য, ইতিহাস, শিল্পকলার সাক্ষী হতে চাইলে ঘুরে আসতে পারেন রাজস্থানের জয়পুর থেকে। শহরের রাজকীয়তা থেকে বেরিয়েও রয়েছে একাধিক দুর্গ।

পাহাড় প্রেমী যদি হন, অবশ্যই ঘুরে আসুন হিমাচল প্রদেশ থেকে। হিমাচল প্রদেশে রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। তবে আপনি মানালি-সিমলা দিয়ে ভ্রমণ শুরু করতে পারেন।

প্রকৃতি প্রেমী হলে অবশ্যই ঘুরে আসুন পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাটকে জুড়ে রয়েছে ৬টি রাজ্য। সেক্ষেত্রে আপনি দক্ষিণের কেরালা অথবা তামিলনাড়ু দিয়ে যাত্রা শুরু করতে পারেন।

জঙ্গল সাফারির অনুভব নিতে চান? তাহলে সোজা চলে যান মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যানে। জিম করবেট, কাজিরাঙ্গার পর এখানেই বাঘের সংখ্যা সবচেয়ে বেশি।