Bangla NewsPhoto gallery A Cricket Ground in Leicester, England will be named after Sunil Gavaskar
Sunil Gavaskar: সানিকে বিশেষ সম্মান, লেস্টারের মাঠ নামাঙ্কিত গাভাসকরের নামে
ইংল্যান্ড থেকে বিশেষ সম্মান পাচ্ছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। এই প্রথম বার ইউরোপের কোনও দেশের ক্রিকেট মাঠের নাম হচ্ছে ভারতীয় ক্রিকেটারের নামে। বর্তমানে লিটল মাস্টার লন্ডনেই রয়েছেন। গাভাসকর জানান, লেস্টারে নিজের নামের মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকলেন তিনি।