
ইংল্যান্ড থেকে বিশেষ সম্মান পাচ্ছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। এই প্রথম বার ইউরোপের কোনও দেশের ক্রিকেট মাঠের নাম হচ্ছে ভারতীয় ক্রিকেটারের নামে। বর্তমানে লিটল মাস্টার লন্ডনেই রয়েছেন। গাভাসকর জানান, লেস্টারে নিজের নামের মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকলেন তিনি। (ছবি-টুইটার)

গাভাসকর এই খবর জানার পর বলেন, "আমি আনন্দিত এবং সম্মানিত যে লিস্টারের একটি মাঠ আমার নামে নামাঙ্কিত করা হচ্ছে। লিস্টার এমন একটি শহর যেখানে সম্ভবত ক্রিকেটের প্রচুর সমর্থক রয়েছে, বিশেষ করে ভারতীয় ক্রিকেটের এবং তাই এটি আমার কাছে সত্যিই একটি বিশাল সম্মানের বিষয়।" (ছবি-টুইটার)

ইতিমধ্যেই লেস্টারের প্যাভিলিয়নে সুনীল গাভাসকরের একখানা সুদৃশ্য ছবি আঁকা হয়েছে। (ছবি-টুইটার)

উল্লেখ্য, গাভাসকরের নামে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে একখানা স্টেডিয়াম রয়েছে। সেটি ২০১৭ সালে উন্মোচিত হয়েছিল। এছাড়াও তানজানিয়ার জাঞ্জিবারেও রয়েছে লিটল মাস্টারের নামে স্টেডিয়াম। পাশাপাশি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও একটি স্ট্যান্ড রয়েছে তাঁর নামে। (ছবি-টুইটার)

লেস্টারে ভারত স্পোর্টস অ্যান্ড ক্রিকেট ক্লাবের এই নাম পরিবর্তনের কৃতিত্ব দেওয়া হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত সাংসদ কিথ ভাজকে। তিনি ৩২ বছর ধরে যুক্তরাজ্যের সংসদে লেস্টারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এ বার ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির ঝলক ইংল্যান্ডেও। (ছবি-টুইটার)