Rituparna Sengupta: নিক জোনাসের সঙ্গে এক ফ্রেমে ঋতুপর্ণা, বিদেশের মাটিতে হুলুস্থুল

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Nov 21, 2022 | 1:59 PM

Rituparna Sengupta: ঋতুপর্ণা সেনগুপ্ত সারাক্ষণ ব্যস্ত। কাজের সঙ্গে সঙ্গে তিনি সারাক্ষণ নানা জায়গায় ঘুড়তে থাকেন। এর মাঝে তিনি পাড়ি দিয়েছিলেন লস অ্যাঞ্জেলস।

1 / 5
ঋতুপর্ণা সেনগুপ্ত আবেগঘন পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি পেয়েছেন একটি উপহার। সেই উপহার এসেছে চোপড়া পরিবার থেকে। প্রিয়াঙ্কা চোপড়ার মা ডা. মধু চোপড়া পাঠিয়েছেন সেই উপহার। সেই উপহারের ছবি সহ ঝতুপর্ণা শেয়ার করছেন আরও কিছু ছবি।

ঋতুপর্ণা সেনগুপ্ত আবেগঘন পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি পেয়েছেন একটি উপহার। সেই উপহার এসেছে চোপড়া পরিবার থেকে। প্রিয়াঙ্কা চোপড়ার মা ডা. মধু চোপড়া পাঠিয়েছেন সেই উপহার। সেই উপহারের ছবি সহ ঝতুপর্ণা শেয়ার করছেন আরও কিছু ছবি।

2 / 5
লস অ্যাঞ্জেলস গিয়েছিলেন ঋতুপর্ণা বেড়াতে। সেই সময় আতিথ্যেয়তা পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে। সেই ছবি তিনি ভাগ করেছেন প্রিয়াঙ্কার মায়ের পাঠানো উপহারের সঙ্গে। রয়েছে একটা আবেগঘন লেখাও। ছবিতে মধু তো রয়েছেনই, সঙ্গে দেখা যাচ্ছে নিক জোনাসকেও।

লস অ্যাঞ্জেলস গিয়েছিলেন ঋতুপর্ণা বেড়াতে। সেই সময় আতিথ্যেয়তা পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে। সেই ছবি তিনি ভাগ করেছেন প্রিয়াঙ্কার মায়ের পাঠানো উপহারের সঙ্গে। রয়েছে একটা আবেগঘন লেখাও। ছবিতে মধু তো রয়েছেনই, সঙ্গে দেখা যাচ্ছে নিক জোনাসকেও।

3 / 5
মধু অভিনেত্রীকে একটি মোমবাতির ছবিসহ নোট পাঠিয়েছেন। তার উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন ঋতুপর্ণা। তিনি তাঁর ক্যাপশনে লেখেন, “কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলসে আপনাকে দেখে খুব আনন্দিত হয়েছিলাম। আপনার আতিথ্যেয়তার জন্য অসংখ্য ধন্যবাদ”।

মধু অভিনেত্রীকে একটি মোমবাতির ছবিসহ নোট পাঠিয়েছেন। তার উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন ঋতুপর্ণা। তিনি তাঁর ক্যাপশনে লেখেন, “কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলসে আপনাকে দেখে খুব আনন্দিত হয়েছিলাম। আপনার আতিথ্যেয়তার জন্য অসংখ্য ধন্যবাদ”।

4 / 5
এখানেই থামেননি ‘দহন’-এর অভিনেত্রী। তিনি আরও লেখেন, “আপনার এবং জোনাস পরিবারের সঙ্গে দেখা হয়ে ভাল লাগল। তবে প্রিয়াঙ্কাকে (চোপড়া) খুব মিস করেছি, তিনি নিজেও বেড়াতে গিয়েছিলেন। বাড়িটিও স্বপ্নের মতো আপনাদের। খুব সুন্দর স্মৃতি তৈরি হয়েছে। অনেক ভালবাসা। আন্টি আপনি খুব মিষ্টি”।

এখানেই থামেননি ‘দহন’-এর অভিনেত্রী। তিনি আরও লেখেন, “আপনার এবং জোনাস পরিবারের সঙ্গে দেখা হয়ে ভাল লাগল। তবে প্রিয়াঙ্কাকে (চোপড়া) খুব মিস করেছি, তিনি নিজেও বেড়াতে গিয়েছিলেন। বাড়িটিও স্বপ্নের মতো আপনাদের। খুব সুন্দর স্মৃতি তৈরি হয়েছে। অনেক ভালবাসা। আন্টি আপনি খুব মিষ্টি”।

5 / 5
এই মুহূর্তে ঋতুপর্ণা ব্যস্ত ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির প্রচারে। ২৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। মুক্তির অপেক্ষায় ‘মহিষাসুরমর্দ্দিনী’। রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও অভিনয় করেছেন ‘দত্তা’ ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়।

এই মুহূর্তে ঋতুপর্ণা ব্যস্ত ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির প্রচারে। ২৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। মুক্তির অপেক্ষায় ‘মহিষাসুরমর্দ্দিনী’। রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও অভিনয় করেছেন ‘দত্তা’ ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়।

Next Photo Gallery