
সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, লক্ষ্য সেনরা ব্যক্তিগত স্তরে বিশ্বমঞ্চে বারবার তেরঙার মান রেখেছেন। অলিম্পিক থেকে এশিয়ান গেমস, বিশ্ব ব্যাডমিন্টন, কমনওয়েলথ গেমসে পর দলগত বিভাগেও তেরঙা উড়িয়েছে ভারত। ২০২২ সালের মে মাসে প্রথম বার থমাস কাপের ফাইনালে ওঠে ভারত। প্রতিপক্ষ ছিল ১৪ বারের থমাস কাপ বিজয়ী ইন্দোনেশিয়া।(ছবি:টুইটার)

ফাইনালে উঠলেও প্রায় অপ্রতিরোধ্য ইন্দোনেশিয়াকে হারিয়ে থমাস কাপ জয় দূরের স্বপ্ন মনে হচ্ছিল ভারতের কাছে। দলে কিদম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডি, চিরাগ শেট্টি, এইচএস প্রণয়, কৃষ্ণপ্রসাদ গর্গ, বিষ্ণুবর্ধন গৌড়রা। ১৯৫২, ১৯৫৯, এবং ১৯৭৯ সালে সেমিফাইনালে ওঠা থমাস কাপে ভারতের সেরা সাফল্য ছিল। ২০২২ সালে ফাইনালে পা রেখেই ইতিহাস গড়ে ভারতীয় ব্যাডমিন্টন টিম।(ছবি:টুইটার)

থমাস কাপে গ্রুপ সি-তে ভারত ছিল জার্মানি, কানাডা ও চিনা তাইপের সঙ্গে। প্রথম দুটি দলকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেন শ্রীকান্তরা। শেষ ম্যাচটি চিনা তাইপের কাছে হারতে হলেও প্রথম দুটি ম্যাচে পুরো পয়েন্ট পাওয়ায় শেষ আটের ওঠা বাধা হয়নি। কোয়ার্টার ফাইনালে ৫ বারের থমাস কাপ জয়ী মালয়েশিয়াকে হারিয়ে পদক নিশ্চিত করে ভারত। (ছবি:টুইটার)

সেমিফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী ডেনমার্ক। ভিক্টর অ্যাক্সেলসন লক্ষ্য সেনকে হারিয়ে দিলেও সমতা ফেরান সাত্বিক-চিরাগের ডাবলস জুটি। অ্যান্ডার্স অ্যান্টনসেনকে সিঙ্গলস ম্যাচে হারিয়ে দেন শ্রীকান্ত। পঞ্চম ম্যাচে রাসমাস জেমকেকে হারিয়ে ভারতকে প্রথম বার থমাস কাপের ফাইনালে তোলেন এইচএস প্রণয়।(ছবি:টুইটার)

টুর্নামেন্টের ৭৩ বছরের ইতিহাসে প্রথম বার থমাস কাপের ফাইনাল খেলতে নামে ভারত। সিঙ্গলস ম্যাচে লক্ষ্য সেন হারিয়ে দেন অ্যান্টনি সিনিসুকা জিনটিংকে। ডাবলস ম্যাচে জয় পান সাত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি। তৃতীয় তথা শেষ সিঙ্গলস ম্যাচে কিদম্বী শ্রীকান্তের কাছে জোনাথন ক্রিষ্টি হারতেই ইতিহাস তৈরি হয়। ইন্দোনেশিয়াকে উড়িয়ে প্রথম বার ফাইনাল খেলেই সোনা জেতে ভারত।(ছবি:টুইটার)

ব্যাডমিন্টনের দলগত বিভাগে নিঃসন্দেহে ভারতের অন্যতম সেরা কীর্তি। ইতিহাসে নাম তুলতেই শুভেচ্ছায় ভেসে যান লক্ষ্য সেনরা। অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমসের পর থমাস কাপেও ভারতের দাপট দেখেছে ব্যাডমিন্টন বিশ্ব। (ছবি:টুইটার)