Photo Gallery: হাসপাতালে ভর্তি হয়েছিলেন গাড়ি করে, সদ্যোজাতকে নিয়ে মৌসুমী বাড়ি ফিরলেন নৌকায়! ঘাটালজুড়ে যন্ত্রণার ছবি

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Sep 17, 2021 | 9:34 PM

Flood: আর এই কয়েকদিনের ব্যবধান চেনা ছবিটা যেন অচেনা হয়ে গেল সদ্য মা হওয়া মৌসুমীর কাছে। ভারী বর্ষণে রাস্তা বলে কিছু নেই। পুরোটাই জলপথ। নবজাতককে নিয়ে নৌকায় চড়ে বাড়ি ফিরতে হল মৌসুমিকে। ৫ দিনের মধ্যেই বদলে গেল।

1 / 5
অসীম বেরা: গত সোমবার বিকাল। প্রবল প্রাকৃতিক দুর্যোগের তখন পশ্চিম মেদিনীপুরে। ভারী বর্ষায় জলমগ্ন গোটা জেলা। তার মধ্যে প্রসব যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে মাতৃ যানে চড়ে রাজ্য সড়ক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ডের চাওলি গ্রামের বাসিন্দা মৌসুমী ভুঁইঞা।

অসীম বেরা: গত সোমবার বিকাল। প্রবল প্রাকৃতিক দুর্যোগের তখন পশ্চিম মেদিনীপুরে। ভারী বর্ষায় জলমগ্ন গোটা জেলা। তার মধ্যে প্রসব যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে মাতৃ যানে চড়ে রাজ্য সড়ক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ডের চাওলি গ্রামের বাসিন্দা মৌসুমী ভুঁইঞা।

2 / 5
আর এই কয়েকদিনের  ব্যবধান চেনা ছবিটা যেন  অচেনা হয়ে গেল সদ্য মা হওয়া মৌসুমীর কাছে। ভারী বর্ষণে রাস্তা বলে কিছু নেই। পুরোটাই জলপথ। নবজাতককে নিয়ে নৌকায় চড়ে বাড়ি ফিরতে হল মৌসুমিকে। ৫ দিনের মধ্যেই বদলে গেল। এখন সব কিছু অচেনা।

আর এই কয়েকদিনের ব্যবধান চেনা ছবিটা যেন অচেনা হয়ে গেল সদ্য মা হওয়া মৌসুমীর কাছে। ভারী বর্ষণে রাস্তা বলে কিছু নেই। পুরোটাই জলপথ। নবজাতককে নিয়ে নৌকায় চড়ে বাড়ি ফিরতে হল মৌসুমিকে। ৫ দিনের মধ্যেই বদলে গেল। এখন সব কিছু অচেনা।

3 / 5
শুক্রবার দুপুর নাগাদ সদ্যোজাতকে নিয়ে একহাঁটু জল পেরিয়ে ঘাটাল পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের আরগোড়া রাজ্য সড়কে চাতালে নৌকায় উঠে বসলেন এক মহিলা। সঙ্গে রয়েছেন পরিবারের আরও সদস্যরা। কৌতূহল বশত আমরা মৌসুমী কিছু বলতেই তিনি জানান, "৫ দিন আগে যখন বাড়ি থেকে বেরিয়ে ছিলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। এই রাস্তা দিয়ে গিয়েছি মনে পড়ছে।'' আর হাসপাতালে ভর্তি হওয়ার পরে পুত্র সন্তানের যখন জন্ম দিলেন মৌসুমী দেবী, তখন তাঁর বাড়ির পথে শুরু হয়েছে নৌকা চলাচল। মৌসুমী দেবী ভাবতেও পারেননি যে পুত্র সন্তানকে নিয়ে এইভাবে প্রথম বাড়ি যেতে হবে। পরিবারে সদস্যরা তাঁকে বলেছেন, বাড়ি সামনে মানুষ সমান জল। নৌকো থেকে নেমে বাড়ির দোতলায় পা দিতে হবে।

শুক্রবার দুপুর নাগাদ সদ্যোজাতকে নিয়ে একহাঁটু জল পেরিয়ে ঘাটাল পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের আরগোড়া রাজ্য সড়কে চাতালে নৌকায় উঠে বসলেন এক মহিলা। সঙ্গে রয়েছেন পরিবারের আরও সদস্যরা। কৌতূহল বশত আমরা মৌসুমী কিছু বলতেই তিনি জানান, "৫ দিন আগে যখন বাড়ি থেকে বেরিয়ে ছিলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। এই রাস্তা দিয়ে গিয়েছি মনে পড়ছে।'' আর হাসপাতালে ভর্তি হওয়ার পরে পুত্র সন্তানের যখন জন্ম দিলেন মৌসুমী দেবী, তখন তাঁর বাড়ির পথে শুরু হয়েছে নৌকা চলাচল। মৌসুমী দেবী ভাবতেও পারেননি যে পুত্র সন্তানকে নিয়ে এইভাবে প্রথম বাড়ি যেতে হবে। পরিবারে সদস্যরা তাঁকে বলেছেন, বাড়ি সামনে মানুষ সমান জল। নৌকো থেকে নেমে বাড়ির দোতলায় পা দিতে হবে।

4 / 5
কয়েকদিনের টানা বর্ষণের জেরে ঘাটালের এই যন্ত্রণার ছবি প্রকাশ করে দেয় যে ঘাটাল বাসীর কাছে কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। তাই ঘাটাল মানুষের একটাই দাবি দ্রুত রাজ্য ও কেন্দ্রসরকার রূপায়ণ করুক 'ঘাটাল মাস্টার প্লান (Ghatal Master Plan)। এই যন্ত্রণা থেকে এবার সরকার মুক্তি দিন ঘাটলবাসীকে।

কয়েকদিনের টানা বর্ষণের জেরে ঘাটালের এই যন্ত্রণার ছবি প্রকাশ করে দেয় যে ঘাটাল বাসীর কাছে কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। তাই ঘাটাল মানুষের একটাই দাবি দ্রুত রাজ্য ও কেন্দ্রসরকার রূপায়ণ করুক 'ঘাটাল মাস্টার প্লান (Ghatal Master Plan)। এই যন্ত্রণা থেকে এবার সরকার মুক্তি দিন ঘাটলবাসীকে।

5 / 5
উল্লেখ্য, এদিনই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূলে নতুন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। শনিবার সেটি বাংলা-ওড়িশা উপকূলে সরে আসবে। তার প্রভাবে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অতি গভীর নিম্নচাপের বৃষ্টিতে অতি ভারী থেকে চরম ভারী বর্ষণ হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। একাধিক নদীর জলস্তর বেড়েছে। বাঁধ ভেঙে ডুবেছে ঘাটাল, চন্দ্রকোণায়। এই জেলাগুলিতে ফের ভারী বর্ষণ হলে বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা।

উল্লেখ্য, এদিনই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূলে নতুন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। শনিবার সেটি বাংলা-ওড়িশা উপকূলে সরে আসবে। তার প্রভাবে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অতি গভীর নিম্নচাপের বৃষ্টিতে অতি ভারী থেকে চরম ভারী বর্ষণ হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। একাধিক নদীর জলস্তর বেড়েছে। বাঁধ ভেঙে ডুবেছে ঘাটাল, চন্দ্রকোণায়। এই জেলাগুলিতে ফের ভারী বর্ষণ হলে বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা।

Next Photo Gallery