১) প্রথমদিন শুরু হোক গ্যাংটকে: বাগডোগরা বিমানবন্দরে নেমে গাড়ি করে প্রথম দিন গ্যাংটকে যাবেন। তারপর সেদিন হোটেলে বিশ্রাম করুন। সেদিন এমজিমার্গে কেনাকাটা করতে পারেন। ভীষণ সুন্দর মোমো এবং ম্যাগি পাবেন, অমৃতের মতো সুন্দর খেতে।
২) পরদিন সকালে উঠে আশেপাশে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। তাশি ভিউ পয়েন্ট, ছাঙ্গু লেক, এবং বিভিন্ন ভিউ পয়েন্টে ঢুঁ মেরে আসতে পারেন।
৩) সেখান থেকে ৫-৬ ঘণ্টা গাড়িতে লাচেন। রাস্তায় ঝর্না, জঙ্গল, মেঘ, পাহাড়ের রাজ্যে হারিয়ে যাবেন আপনিও। তবে ২৭৫০ মিটার উচ্চতায় আবহাওয়ার পরিবর্তন হবে, তাই আলাদা গরম জামাকাপড় নিয়ে নেবেন। সারাদিন ঘুরে একটা হোটেলে রেস্ট করুন রাতে।
৪) পরেরদিন গন্তব্য গুরুদোম্বার লেক লাচেনে সকালে উঠে ব্রেকফাস্ট সেরেই রওনা দিন গুরুদোম্বার লেকের উদ্দেশ্যে। ৩ ঘণ্টার যাত্রাপথে অপূর্ব সুন্দর ভিউ পাবেন। বরফে ঢাকা পথের সৌন্দর্য আপনাকে উপভোগ করতেই হবে।
৫) শেষপাতে ইউমথাং ভ্যালি ইউমথাং ভ্যালিতে রয়েছে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। ১২০ ধরনের প্রানী রয়েছে এখানে। এদিন রাতেই বা পরের দিন সকালে বাগডোগরা বিমানবন্দর। মন ভাল করে বাড়ি ফিরে ফের কাজে যোগ দিন।