Aamir’s Mogul shelved: অক্ষয়ের জায়গায় আমির, কিন্তু তাও ‘মোগল’ প্রজেক্ট আপাতত বন্ধ কেন?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Aug 27, 2022 | 7:54 AM

Aamir’s Mogul shelved: একের পর এক বলিউড ছবি ফ্লপ, এবার প্রযোজকরা কি বন্ধ রাখবেন বিগ বাজেট ছবি? বন্ধ ‘মোগল’ প্রজেক্ট কি তারই ইঙ্গিত দিচ্ছে?

1 / 6
আমির খান অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’ ছবি বক্স অফিসে অসফল। ছবি মুক্তির আগেই কিছু নেটিজ়েনরা ছবি বয়কটের দাবি তুলেছিলেন। মুক্তির পরও ছবির নানা বিষয় সমালোচিত হয়েছে।

আমির খান অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’ ছবি বক্স অফিসে অসফল। ছবি মুক্তির আগেই কিছু নেটিজ়েনরা ছবি বয়কটের দাবি তুলেছিলেন। মুক্তির পরও ছবির নানা বিষয় সমালোচিত হয়েছে।

2 / 6
দিল্লীর একজন আইনজীবী তাঁর বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছেন এই মর্মে যে তিনি ভারতীয় সেনাবাহিনীকে অবমাননা করেছেন। কারণ ছবিতে দেখানো হয়েছে লাল চরিত্রটি মানসিক বিকাশ ঠিক মতো হয়নি। তারপরও সে কার্গিল যুদ্ধে ভাগ নিয়েছে।

দিল্লীর একজন আইনজীবী তাঁর বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছেন এই মর্মে যে তিনি ভারতীয় সেনাবাহিনীকে অবমাননা করেছেন। কারণ ছবিতে দেখানো হয়েছে লাল চরিত্রটি মানসিক বিকাশ ঠিক মতো হয়নি। তারপরও সে কার্গিল যুদ্ধে ভাগ নিয়েছে।

3 / 6
আরও একটি অভিযোগ ছিল ছবির বিরুদ্ধে। তিনি নাকি হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন। কারণ ছবিতে একজন পাকিস্তানি কর্মী লাল সিংকে জিজ্ঞাসা করেছিল - "আমি নামাজ পড়ি এবং প্রার্থনা করি, লাল, আপনি কেন তা করেন না?" পরে আমির চরিত্রটি উত্তর দেয়, "আমার মা বলেছেন এই সব পূজাপাঠ ম্যালেরিয়া। এতে দাঙ্গা হয়।"

আরও একটি অভিযোগ ছিল ছবির বিরুদ্ধে। তিনি নাকি হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন। কারণ ছবিতে একজন পাকিস্তানি কর্মী লাল সিংকে জিজ্ঞাসা করেছিল - "আমি নামাজ পড়ি এবং প্রার্থনা করি, লাল, আপনি কেন তা করেন না?" পরে আমির চরিত্রটি উত্তর দেয়, "আমার মা বলেছেন এই সব পূজাপাঠ ম্যালেরিয়া। এতে দাঙ্গা হয়।"

4 / 6
‘লাল সিং..’ পর আমিরের কাজ শুরু করার কথা ছিল ‘মোগল’ ছবিতে। গুলশন কুমারের জীবনীমুলক এই ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করবেন। এমনটাই খবর ছিল বলিউডে।

‘লাল সিং..’ পর আমিরের কাজ শুরু করার কথা ছিল ‘মোগল’ ছবিতে। গুলশন কুমারের জীবনীমুলক এই ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করবেন। এমনটাই খবর ছিল বলিউডে।

5 / 6
প্রথমে এই চরিত্রটি করা কথা ছিল অক্ষয় কুমারের। কিন্তু পরে টি-সিরিজের তরফ থেকে আমির খানের সঙ্গে ফাইনাল কথা হয়। কিন্তু ‘লাল সিং..’ বক্স অফিসে সাফল্য পায়নি। ফলে প্রযোজকর আর কোন বড় প্রজেক্টে অর্থ লগ্নি করতে চাইছেন না। সূত্রের খবর, তাই আপাতত বন্ধ এই প্রজেক্ট।

প্রথমে এই চরিত্রটি করা কথা ছিল অক্ষয় কুমারের। কিন্তু পরে টি-সিরিজের তরফ থেকে আমির খানের সঙ্গে ফাইনাল কথা হয়। কিন্তু ‘লাল সিং..’ বক্স অফিসে সাফল্য পায়নি। ফলে প্রযোজকর আর কোন বড় প্রজেক্টে অর্থ লগ্নি করতে চাইছেন না। সূত্রের খবর, তাই আপাতত বন্ধ এই প্রজেক্ট।

6 / 6
আমির নিজেও খুব হতাশ ‘লাল সিং..’ ছবির বক্স অফিস স্কোরকার্ড দেখে। তাই তিনিও ঠিক করেছেন আপাতত সিনেমা থেকে নেবেন ব্রেক। প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছোট ছেলেকে নিয়ে তিনি আপাতত বিদেশে পাড়ি দিচ্ছেন। কাজের জন্য পরিবারকে সময় দিতে পারেননি। এখন তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলিউডের মিস্টার পার্ফেকশনিস্ট।

আমির নিজেও খুব হতাশ ‘লাল সিং..’ ছবির বক্স অফিস স্কোরকার্ড দেখে। তাই তিনিও ঠিক করেছেন আপাতত সিনেমা থেকে নেবেন ব্রেক। প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছোট ছেলেকে নিয়ে তিনি আপাতত বিদেশে পাড়ি দিচ্ছেন। কাজের জন্য পরিবারকে সময় দিতে পারেননি। এখন তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলিউডের মিস্টার পার্ফেকশনিস্ট।

Next Photo Gallery