ভাইকে পাগল প্রমাণ করতে চেয়েছিলেন আমির? বিস্ফোরক অভিযোগ ফয়জলের

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 02, 2021 | 11:11 AM

Aamir Khan: পরিবারের সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন বলে জানিয়েছেন ফয়জল। সে সময় বাকি সদস্যরা কার্যত তাঁরে গৃহবন্দি করে রেখেছিলেন।

1 / 7
আমির খানের ভাই ফয়জল খান। বলিউড ইন্ডাস্ট্রিতে হিরো হতে এসেছিলেন আমিরের মতোই। কিন্তু সাফল্য অধরা থাকে তাঁর।

আমির খানের ভাই ফয়জল খান। বলিউড ইন্ডাস্ট্রিতে হিরো হতে এসেছিলেন আমিরের মতোই। কিন্তু সাফল্য অধরা থাকে তাঁর।

2 / 7
বলিউডে অসফল ফয়জলের পরিবারের বিরুদ্ধে বহু ক্ষোভ জমে রয়েছে। পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যেমন আচরণ করেছেন, তা তিনি কখনও ক্ষমা করতে পারবেন না বলে জানিয়েছেন।

বলিউডে অসফল ফয়জলের পরিবারের বিরুদ্ধে বহু ক্ষোভ জমে রয়েছে। পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যেমন আচরণ করেছেন, তা তিনি কখনও ক্ষমা করতে পারবেন না বলে জানিয়েছেন।

3 / 7
পরিবারের সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন বলে জানিয়েছেন ফয়জল। সে সময় বাকি সদস্যরা কার্যত তাঁরে গৃহবন্দি করে রেখেছিলেন। কারণ তাঁরা মনে করতেন ফয়জল ডিপ্রেশন এবং স্ক্রিজোফ্রেনিয়ার রোগী।

পরিবারের সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন বলে জানিয়েছেন ফয়জল। সে সময় বাকি সদস্যরা কার্যত তাঁরে গৃহবন্দি করে রেখেছিলেন। কারণ তাঁরা মনে করতেন ফয়জল ডিপ্রেশন এবং স্ক্রিজোফ্রেনিয়ার রোগী।

4 / 7
এখন পরিবারের থেকে দূরত্ব বজায় রাখেন ফয়জল। তিনি সকলের ভাল চান। কিন্তু যে ঘটনা ঘটেছে তারপর আর তাঁদের সঙ্গে থাকা যায় না বলে মনে করেন তিনি।

এখন পরিবারের থেকে দূরত্ব বজায় রাখেন ফয়জল। তিনি সকলের ভাল চান। কিন্তু যে ঘটনা ঘটেছে তারপর আর তাঁদের সঙ্গে থাকা যায় না বলে মনে করেন তিনি।

5 / 7
ফয়জলের কথায়, ‘সে সময় আমিরও আমাকে সই করে দিতে বলেছিল, যেখানে লেখা ছিল আমি পাগল। তাই নিজের দায়িত্ব নিতে অপারগ। আমি জানি না ওরা কেন এমন বলেছিল। তারপরই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হই।’

ফয়জলের কথায়, ‘সে সময় আমিরও আমাকে সই করে দিতে বলেছিল, যেখানে লেখা ছিল আমি পাগল। তাই নিজের দায়িত্ব নিতে অপারগ। আমি জানি না ওরা কেন এমন বলেছিল। তারপরই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হই।’

6 / 7
ওই ঘটনার পর আমিরকে ক্ষমা করে দিলেও তাঁকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের ভয় পান বলে জানিয়েছেন ফয়জল।

ওই ঘটনার পর আমিরকে ক্ষমা করে দিলেও তাঁকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের ভয় পান বলে জানিয়েছেন ফয়জল।

7 / 7
‘মেলা’তে আমির এবং ফয়জল একসঙ্গে কাজ করেছিলেন। ফের ‘ফ্যাক্টরি’ নামের একটি ছবিতে পরিচালনা এবং অভিনয় দিয়ে নাকি মেনস্ট্রিমে ফেরার চেষ্টা করছেন ফয়জল।

‘মেলা’তে আমির এবং ফয়জল একসঙ্গে কাজ করেছিলেন। ফের ‘ফ্যাক্টরি’ নামের একটি ছবিতে পরিচালনা এবং অভিনয় দিয়ে নাকি মেনস্ট্রিমে ফেরার চেষ্টা করছেন ফয়জল।

Next Photo Gallery