Virat Kohli-AB de Villiers: কোহলিকে নিয়ে এবিডির ইন্সটা পোস্ট, চমকে গেলেন বিরাট-অনুষ্কা!
বিরাট কোহলি ও এবি ডে ভিলিয়ার্সের বন্ধুত্বের কথা অজানা নয়। কোহলির বহু প্রতিক্ষিত ৭১তম আন্তর্জাতিক শতরানের দিন, বিরাট শুভেচ্ছার বানভাসি হয়েছে নেটদুনিয়ায়। কাছের বন্ধু এবিডির কাছ থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছেন ভিকে। তবে প্রোটিয়া তারকার ইন্সটাগ্রাম পোস্ট দেখে রীতিমতো চমকে গিয়েছেন বিরাট-অনুষ্কা। কী রয়েছে সেই ইন্সটা পোস্টে?