Puja song: পণ্ডিত বিক্রম ঘোষের সুরে আগমনী গানে ইমন-শোভন

Puja song: ‘আবার এলে মাগো’ সুগত গুহর লেখায় এবং পন্ডিত বিক্রম ঘোষের সুরে এই বছর আগমনী গানটি তৈরি হয়েছে।

| Edited By: Mahuya Dutta

Sep 17, 2022 | 8:52 PM

1 / 6
বন্ধু সুগত গুহর লেখায় পন্ডিত বিক্রম ঘোষ তৈরি করেছেন এই বছরের পুজোর গান। জগৎজননীর বিশ্বজোড়া ভালবাসার আনন্দমাখা এই গানটি শিরনাম ‘আবার এলে মাগো’। গানের বিষয়টা আশা আর আনন্দের মিশ্রণে তৈরি।

বন্ধু সুগত গুহর লেখায় পন্ডিত বিক্রম ঘোষ তৈরি করেছেন এই বছরের পুজোর গান। জগৎজননীর বিশ্বজোড়া ভালবাসার আনন্দমাখা এই গানটি শিরনাম ‘আবার এলে মাগো’। গানের বিষয়টা আশা আর আনন্দের মিশ্রণে তৈরি।

2 / 6
পুজোর গান তৈরি নিয়ে বিক্রম বলেছেন, “অনেক ভালোবাসা দিয়ে আগমনী গানটা তৈরি করেছি। আমি চেয়েছিলাম গানটা শ্রুতিমধুর হোক। যাকে গানের প্রাণ বলি সেই মেলোডির সাথে গানের অন্তর্বর্তী যন্ত্রসংগীতের জায়গা গুলোতে কিছু উদ্দীপক যন্ত্রের ব্যবহার রয়েছে যা ছন্দের দিক থেকেও আকর্ষণীয়।”

পুজোর গান তৈরি নিয়ে বিক্রম বলেছেন, “অনেক ভালোবাসা দিয়ে আগমনী গানটা তৈরি করেছি। আমি চেয়েছিলাম গানটা শ্রুতিমধুর হোক। যাকে গানের প্রাণ বলি সেই মেলোডির সাথে গানের অন্তর্বর্তী যন্ত্রসংগীতের জায়গা গুলোতে কিছু উদ্দীপক যন্ত্রের ব্যবহার রয়েছে যা ছন্দের দিক থেকেও আকর্ষণীয়।”

3 / 6
গীতিকার সুগত গুহ ভাষায়, "এই অসাধারণ প্রয়াসটির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি ভীষণ খুশি। আমার কথার ডালিতে মাকে বরণ করার যে আনন্দ,  তা আর অন্য কিছুতে নেই। বহু গুণীজনের সমাহারে এটা এক অনন্য প্রয়াস,  যার ভাগীদার হতে পারাটাই গভীর আনন্দের।"

গীতিকার সুগত গুহ ভাষায়, "এই অসাধারণ প্রয়াসটির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি ভীষণ খুশি। আমার কথার ডালিতে মাকে বরণ করার যে আনন্দ, তা আর অন্য কিছুতে নেই। বহু গুণীজনের সমাহারে এটা এক অনন্য প্রয়াস, যার ভাগীদার হতে পারাটাই গভীর আনন্দের।"

4 / 6
জোনাই সিং এবং জে এস ইভেন্টসের প্রযোজনায় এই আগমনী গানটি তৈরি হয়েছে। তাঁর সঙ্গে যুক্ত হতে পেরে খুশি সকলেই। জোনাই নিজেও পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে পুজোর গান তৈরি করতে পেরে নস্টালজিক।

জোনাই সিং এবং জে এস ইভেন্টসের প্রযোজনায় এই আগমনী গানটি তৈরি হয়েছে। তাঁর সঙ্গে যুক্ত হতে পেরে খুশি সকলেই। জোনাই নিজেও পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে পুজোর গান তৈরি করতে পেরে নস্টালজিক।

5 / 6
বিক্রম ঘোষের সুরে অনেকদিন পর আবার একসঙ্গে পাওয়া গেল ইমন চক্রবর্তী এবং শোভন মজুমদারকে। তাঁদের সম্পর্ক ভাঙার পর পুজোর গানে আবার একসঙ্গে এসেছেন তাঁরা। ইমন-শোভন ছাড়াও অর্ণব চক্রবর্তী,  তৃষা চট্টোপাধ্যায়, ঋতি টিকাদার,   নির্মাল্য রায় প্রমুখ গেয়েছেন গান।

বিক্রম ঘোষের সুরে অনেকদিন পর আবার একসঙ্গে পাওয়া গেল ইমন চক্রবর্তী এবং শোভন মজুমদারকে। তাঁদের সম্পর্ক ভাঙার পর পুজোর গানে আবার একসঙ্গে এসেছেন তাঁরা। ইমন-শোভন ছাড়াও অর্ণব চক্রবর্তী, তৃষা চট্টোপাধ্যায়, ঋতি টিকাদার, নির্মাল্য রায় প্রমুখ গেয়েছেন গান।

6 / 6
আগামী ১৯ সেপ্টেম্বর গানটি মুক্তি পাবে সোশ্যাল মাধ্যমে। শ্রোতাদের গান ভাললাগবে আশাবাদী সুরকার, গীতিকার থেকে সঙ্গীতশিল্পীরা। করোনা পরবর্তী এই বছর পুজো সকলের জন্য ভাল হোক সেই আশাও রয়েছে। আবার সব কিছু ঠিকঠাক চলবে বলেই আশা সকলের।

আগামী ১৯ সেপ্টেম্বর গানটি মুক্তি পাবে সোশ্যাল মাধ্যমে। শ্রোতাদের গান ভাললাগবে আশাবাদী সুরকার, গীতিকার থেকে সঙ্গীতশিল্পীরা। করোনা পরবর্তী এই বছর পুজো সকলের জন্য ভাল হোক সেই আশাও রয়েছে। আবার সব কিছু ঠিকঠাক চলবে বলেই আশা সকলের।