
এখন যেন সারা বছরই গ্রীষ্মকাল। বর্ষা, শরৎকালেও চালাতে হয় এসি। বাড়ির শীতাতপ যন্ত্রটি বন্ধ থাকে শুধু শীতকালে। এক-দুই মাস বন্ধ থাকার পর যখন আবার মার্চ মাসে এসি চালানো হয়, তখন অনেক সময়ই নানা সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে বাঁচবেন কী করে?

শীতকালের পর যদি এসি-কে সচল রাখতে চান, তবে প্রথমেই এসিটিকে ভালভাবে পরিষ্কার করুন। এসির ফিল্টার, কুলিং কয়েল ও কনডেন্সার পরিষ্কার করুন।

এসির এয়ার ফিল্টারটি বের করে জল দিয়ে ধুয়ে, শুকাতে দিন। নোংরা এয়ার ফিল্টার থাকলে, হাওয়া চলাচলে বাধা তৈরি হয়, এসির ঠান্ডা করার ক্ষমতা কমিয়ে দেয়।

আপনার এসি-তে যদি এক্সটার্নাল কনডেন্সার থাকে, তবে তা ভালভাবে পরিষ্কার করুন।

এসির ড্রেনেজ পাইপে যেন কোনও সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখুন।

যদি বাড়িতে খুব ধুলোবালি পড়ে, তবে যতদিন এসি বন্ধ থাকবে, ততদিন কভার দিয়ে ঢেকে রাখুন। বাজারে এখন এসির কভার পাওয়া যায়, যা ধুলোবালি ও আর্দ্রতা থেকে রক্ষা করে এসি-কে।

এসি দীর্ঘদিন বন্ধ থাকলে, পাওয়ার প্লাগটিও খুলে রাখুন। এতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঝুঁকি কমে।

যদি সম্ভব হয়, তবে এসির রক্ষণাবেক্ষণের জন্য পেশাদার কাউকে দিয়েও পরীক্ষা করাতে পারেন।