আকাঙ্খা শর্মার নাম বলিউডের আকাশে-বাতাসে। মডেল, ডান্সার থেকে অভিনেত্রী আকাঙ্খার নাম জড়িয়েছে জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফের সঙ্গে। সূত্রের খবর তাঁরা ডেটিং করছেন।
আকাঙ্খা-টাইগারের আলাপ মিউজিক ভিডিয়ো শুট করতে গিয়ে। তাঁরা একসঙ্গে দুটো মিউজিক ভিডিয় শুট করেন। ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার ২.০’ আর ‘ক্যাসিনোভা’।
টাইগার এবং দিশা পাটানি একসঙ্গে সম্পর্ক রয়েছেন ৬ বছর। কিন্তু এখন শোনা যাচ্ছে তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। তাঁর জায়গায় টাইগারের জীবনে এসেছেন আকাঙ্খা। ২০২১ সালে প্রথমবার একসঙ্গে কাজ করতে গিয়ে আলাপ দুইজনের।
এখন প্রশ্ন কে এই আকাঙ্খা? তিনি মডেল। অনেক বিজ্ঞাপনের মুখ তিনি। কিন্তু প্রথম নজরে আসেন বাদশা এবং নিতিকা গান্ধি ‘জুগনু’ গানের ভিডিয়োতে। তিনি ভাল ডান্সারও।
২০২২ সালে তিনি সিনেমায় ডেবিউ করেছেন। কন্নড় ছবি ত্রিবিক্রম দিয়ে। ছবিতে তাঁর বিপরীতে নায়ক ছিলেন বিক্রম রবিচন্দন। সেই ছবি খুব জনপ্রিয় হয়।
দুইজনের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন রয়েছে। তবে স্বভাবতই দুইজনে এখনই মুখ খুলতে নারাজ। টাইগার এই সম্পর্কের কথা উড়িয়ে দিয়েছেন। আকাঙ্খাও তাই। তবে অভিনেত্রীর মতে, তাঁর খুব ভাল বন্ধু।