
পুরুষ নাকি মহিলা, কাদের বুদ্ধি সবচেয়ে বেশি? এই প্রশ্ন একবার উঠলে বিতর্ক শেষ হয় না। এ বার যদি আসা যায় শ্রবণ ক্ষমতায়, তা হলে দেখা যায় যে, অনেকেই বলেন, পুরুষদের তুলনায় মহিলাদের শ্রবণ ক্ষমতা বেশি। (Pic - Getty Images)

সত্যিই কি মেয়েরা ছেলেদের তুলনায় কানে বেশি শোনেন? কী বলছে গবেষণা? লিঙ্গভেদে শ্রবণ ক্ষমতার বেশ কিছু পার্থক্য দেখা যায়। সম্প্রতি এই নিয়ে এক গবেষণা প্রকাশিত হয়েছে, সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে। (Pic - Getty Images)

সেই গবেষণায় উঠে এসেছে যে, স্থান-কাল-বয়স ও বাসস্থান নির্বিশেষে পুরুষদের তুলনায় মহিলাদের শ্রবণ শক্তি অনেকটাই বেশি। (Pic - Getty Images)

গবেষণাতে পাওয়া গিয়েছে যে, কোনও রকম শব্দ বা যে কোনও ডেসিবেলের শব্দ মহিলাদের কর্ণকুহরে ঢোকে আগে। আসলে মহিলাদের কানের গঠন পুরুষদের কানের গঠনের তুলনায় আলাদা।

মহিলা ও পুরুষ উভয়েরই কানের ভেতর থাকে ককলিয়া। পুরুষদের তুলনায় মহিলাদের ককলিয়ার গঠন খানিক আলাদা। যে কারণে শ্রবণ শক্তির দিক থেকে পুরুষদের টেক্কা দেন মহিলারা।

বেশি শুনতে পারার সমস্যাও রয়েছে। পুরুষদের তুলনায় মহিলাদের শ্রবণ শক্তি বেশি হওয়ার ফলে ঘুমে ব্যাঘাত হয়। অল্প শব্দেই মহিলাদের ঘুম ভেঙে যায়। (Pic - Getty Images)

পুরুষ হোক বা মহিলা দুটি কানের আসল কাজ শোনা হলেও, শ্রবণ ক্ষমতার দিক থেকে পার্থক্য রয়েছে। দুটি কানের কার্যক্ষমতার কিছু পার্থক্য রয়েছে।

এই প্রসঙ্গে কী বলছে বিজ্ঞান? মানুষের ডান কান সাধারণত কথা ও ভাষা শোনার ক্ষেত্রে বেশি সক্রিয়। অন্যদিকে বাঁ দিকের কান গান, সুর ও আবেগময় কথা শোনার ক্ষেত্রে বেশি সক্রিয়।