
টলিপাড়ার পরিচিত মুখ প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তী। বিয়ে করেছেন দু'জনে।

কিন্তু সম্প্রতি নয়। অফ-স্ক্রিন তারকা জুটি বিয়ে করেছেন শীতকালে। লুকিয়ে রেখেছিলেন এতদিন।

শুক্রবার (২২.০৪.২০২২) জানা গেল তাঁদের বিয়ের খবর।

কলকাতায় নয়, শীতকালে সিকিমে গিয়ে বিয়ে করেছিলেন দুই তারকা।

কিন্তু চিরাচরিত বাঙালি মতে নয়, তাঁরা বিয়ে করেছিলেন গান্ধর্ব মতে।

বিয়েতে উপস্থিত ছিলেন অঙ্কিতা-প্রান্তিকের নিকট আত্মীয় ও বন্ধুরা। এসেছিলেন টলি অভিনেত্রী সোহিনী সরকারও।