TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Aug 16, 2021 | 9:10 PM
সিদ্ধার্থ ঘোষ। এই নামে অভিনেতাকে দর্শক নাও চিনতে পারেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় হিসেবে তাঁকে চেনেন দর্শক। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’। এ হেন সিদ্ধার্থ বিয়ে করলেন। তাঁর রিসেপশনে সস্ত্রীক অনস্ক্রিন রামকৃষ্ণ। অর্থাৎ অভিনেতা সৌরভ সাহা।
সিদ্ধার্থর বিয়েতেও সস্ত্রীক হাজির ছিলেন সৌরভ সাহা। সোশ্যাল ওয়ালে শেয়ার হওয়া ছবিতে গিয়েছিল অনস্ক্রিন ভাগ্নেকে প্রাণভরে আশীর্বাদ করছেন শ্রীরামকৃষ্ণ।
সিদ্ধার্থর রিসেপশনে হাজির অনস্ক্রিন সারদামণি, অর্থাৎ অভিনেত্রী সন্দীপ্তা সেন। হাজির ছিলেন অনস্ক্রিন রানি মা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ও।
সিদ্ধার্থর রিসেপশনে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকের অনেক কলাকুশলী হাজির হয়েছিলেন।
করোনা আবহে কম অতিথির উপস্থিতিতে বিয়ে সারলেন অভিনেতা। রিপেসশনেও ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন।
গোয়া থেকে ফিরে সিদ্ধার্থর বিয়েতে গিয়েছিলেন অনস্ক্রিন মথুরবাবু অর্থাৎ অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর স্ত্রী দেবলীনা কুমার এবং ডিজাইনার অভিষেক রায়।
‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে দিতিপ্রিয়া রায়ের জার্নি শেষ। এখন শ্রীরামকৃষ্ণদেব, সারদাদেবীর গল্প নিয়েই চিত্রনাট্য লেখা হচ্ছে। সেখানে ভাগ্নে হৃদয় অর্থাৎ সিদ্ধার্থর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।