Celeb grief: সন্তান হারানোর শোকে বিদ্ধ হয়েছেন তাঁরা, আজও সেই হাহাকার তাড়িয়ে নিয়ে যায়…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 15, 2021 | 12:42 PM

বলিউডের সুপ্রসিদ্ধ অভিনেতা তাঁরা। কেউ আবার কিংবদন্তি গায়কও। প্রত্যেকেই পেয়েছেন সন্তান হারানোর বেদনা।

1 / 7
আশা ভোঁসলে - ৫৬ বছর বয়সে আশার কন্যা বর্ষা আত্মঘাতী হয়েছিলেন। কেবল বর্ষা নন, তারও অনেক আগে পুত্র হেমন্ত মারা যান ক্যান্সারে।

আশা ভোঁসলে - ৫৬ বছর বয়সে আশার কন্যা বর্ষা আত্মঘাতী হয়েছিলেন। কেবল বর্ষা নন, তারও অনেক আগে পুত্র হেমন্ত মারা যান ক্যান্সারে।

2 / 7
মৌসুমী চট্টোপাধ্যায় - সদা হাস্যময়ী মৌসুমী চট্টোপাধ্যায় হারিয়েছেন তাঁর এক কন্যাকেও।

মৌসুমী চট্টোপাধ্যায় - সদা হাস্যময়ী মৌসুমী চট্টোপাধ্যায় হারিয়েছেন তাঁর এক কন্যাকেও।

3 / 7
জগজিৎ সিং - একবার নয় দু-দু'বার সন্তানের মৃত্যু দেখেছিলেন গজল সম্রাট জগজিৎ সিং। ১৮ বছরের ছেলেকে হারিয়েছিলেন পথ দুর্ঘটনায়। সালটা ছিল ১৯৯০। ২০০৯ সালে সৎ মেয়ে আত্মঘাতী হয়।

জগজিৎ সিং - একবার নয় দু-দু'বার সন্তানের মৃত্যু দেখেছিলেন গজল সম্রাট জগজিৎ সিং। ১৮ বছরের ছেলেকে হারিয়েছিলেন পথ দুর্ঘটনায়। সালটা ছিল ১৯৯০। ২০০৯ সালে সৎ মেয়ে আত্মঘাতী হয়।

4 / 7
আমির খান - তিন সন্তানের বাবা আমিরও শোক পেয়েছিলেন। কিন্তু সেই সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই নষ্ট হয়ে যায় মায়ের গর্ভে।

আমির খান - তিন সন্তানের বাবা আমিরও শোক পেয়েছিলেন। কিন্তু সেই সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই নষ্ট হয়ে যায় মায়ের গর্ভে।

5 / 7
কবীর বেদী - অভিনেতার তিন সন্তানের এক ছেলে ও দুই মেয়ে। ২৬ বছর বয়সি ছেলে সিদ্ধার্থ আত্মঘাতী হয়। তার মানসিক সমস্যা ছিল। কবীর অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

কবীর বেদী - অভিনেতার তিন সন্তানের এক ছেলে ও দুই মেয়ে। ২৬ বছর বয়সি ছেলে সিদ্ধার্থ আত্মঘাতী হয়। তার মানসিক সমস্যা ছিল। কবীর অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

6 / 7
অনুরাধা পরওয়াল - কিডনির সমস্যায় ভুগছিলেন অনুরাধার পুত্র আদিত্য। তাঁকে বাঁচানো যায়নি।

অনুরাধা পরওয়াল - কিডনির সমস্যায় ভুগছিলেন অনুরাধার পুত্র আদিত্য। তাঁকে বাঁচানো যায়নি।

7 / 7
মেহমুদ - পুত্রকে হারিয়েছিলেন মেহমুদও। তাঁর হৃদয়যন্ত্র বিকল হয়ে গিয়েছিল।

মেহমুদ - পুত্রকে হারিয়েছিলেন মেহমুদও। তাঁর হৃদয়যন্ত্র বিকল হয়ে গিয়েছিল।

Next Photo Gallery