দেখুন, বলিউড সেলেবদের যোগ দিবস পালনের ছবি

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 21, 2021 | 6:08 PM

International Yoga Day 2021: যোগাভ্যাসের মাধ্যমে নিজেকে খুঁজে পাওয়া যায়। প্রতিদিনের উত্তেজনায় মন অশান্ত হলে নিজেকে শান্ত করার উপায় যোগাসন।

1 / 10
বাড়িতে মেয়ে এবং নাতনির সঙ্গে যোগা করতে ব্যস্ত বলিউড অভিনেত্রী নীতু কাপুর। এই বয়সেও তিনি সকলের থেকে বেশি ফিট।

বাড়িতে মেয়ে এবং নাতনির সঙ্গে যোগা করতে ব্যস্ত বলিউড অভিনেত্রী নীতু কাপুর। এই বয়সেও তিনি সকলের থেকে বেশি ফিট।

2 / 10
করিনা জানিয়েছেন ২০০৬-এ তাশান এবং যব উই মেট ছবিতে সই করার পর যোগাসন শুরু করেন করিনা। সেই থেকে একই রুটিন। দুই সন্তানের জন্ম দেওয়ার পরও যোগাভ্যাস বজায় রেখেই নিজেকে সুস্থ রেখেছেন তিনি।

করিনা জানিয়েছেন ২০০৬-এ তাশান এবং যব উই মেট ছবিতে সই করার পর যোগাসন শুরু করেন করিনা। সেই থেকে একই রুটিন। দুই সন্তানের জন্ম দেওয়ার পরও যোগাভ্যাস বজায় রেখেই নিজেকে সুস্থ রেখেছেন তিনি।

3 / 10
যোগাভ্যাস করছেন আলিয়া ভাট। সঙ্গী পোষ্য বেড়াল এডওয়ার্ড।

যোগাভ্যাস করছেন আলিয়া ভাট। সঙ্গী পোষ্য বেড়াল এডওয়ার্ড।

4 / 10
যোগাভ্যাসের মাধ্যমে নিজেকে খুঁজে পাওয়া যায়। এমনটাই মনে করেন সারা আলি খান।

যোগাভ্যাসের মাধ্যমে নিজেকে খুঁজে পাওয়া যায়। এমনটাই মনে করেন সারা আলি খান।

5 / 10
যোগমুদ্রাসনে ব্যস্ত মাধুরী দীক্ষিত। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে প্রতিদিন একটি করে আসন অনুরাগীদের সঙ্গে শেয়ার করছিলেন তিনি। বিশ্ব যোগা দিবসেও তার ব্যতিক্রম হয়নি।

যোগমুদ্রাসনে ব্যস্ত মাধুরী দীক্ষিত। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে প্রতিদিন একটি করে আসন অনুরাগীদের সঙ্গে শেয়ার করছিলেন তিনি। বিশ্ব যোগা দিবসেও তার ব্যতিক্রম হয়নি।

6 / 10
মেয়ে ইনায়াকে নিয়ে যোগাভ্যাস করছেন সোহা আলি খানও।

মেয়ে ইনায়াকে নিয়ে যোগাভ্যাস করছেন সোহা আলি খানও।

7 / 10
মা হতে চলেছেন দিয়া মির্জা। এই মুহূর্তে যোগার সব রকম আসন করার শারীরিক পরিস্থিতি তাঁর নেই। পুরনো ছবি শেয়ার করে যোগাভ্যাসের গুরুত্ব ব্যখ্যা করেছেন তিনি।

মা হতে চলেছেন দিয়া মির্জা। এই মুহূর্তে যোগার সব রকম আসন করার শারীরিক পরিস্থিতি তাঁর নেই। পুরনো ছবি শেয়ার করে যোগাভ্যাসের গুরুত্ব ব্যখ্যা করেছেন তিনি।

8 / 10
প্রতিদিনের উত্তেজনায় মন অশান্ত হলে নিজেকে শান্ত করার উপায় যোগাসন। এমনই মনে করেন। প্রীতি জিন্টা। সে কারণেই নাকি নিয়মিত যোগাভ্যাস করেন নায়িকা।

প্রতিদিনের উত্তেজনায় মন অশান্ত হলে নিজেকে শান্ত করার উপায় যোগাসন। এমনই মনে করেন। প্রীতি জিন্টা। সে কারণেই নাকি নিয়মিত যোগাভ্যাস করেন নায়িকা।

9 / 10
সিদ্ধান্ত চতুর্বেদীর যোগাভ্যাস নজর কেড়েছে সোশ্যাল অডিয়েন্সের।

সিদ্ধান্ত চতুর্বেদীর যোগাভ্যাস নজর কেড়েছে সোশ্যাল অডিয়েন্সের।

10 / 10
যে কোনও পরিবেশেও যোগাভ্যাস। সে বার্তাই দিলেন সিদ্ধার্থ মালহোত্রা।

যে কোনও পরিবেশেও যোগাভ্যাস। সে বার্তাই দিলেন সিদ্ধার্থ মালহোত্রা।

Next Photo Gallery