Tamannah-Vijay: বলিউডের ‘হট টপিক’ বিজয়-তামান্নার চুমু; কীভাবে দেখা হয় দুই তারকার? কীভাবে বাড়ে ঘনিষ্ঠতা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 04, 2023 | 10:07 AM

Celeb Kissing: ঘোষিত হয়েছে বি-টাউনের নয়া প্রেমিক-প্রেমিকা জুটি তামান্না ভাটিয়া এবং বিজয় ভর্মা।

1 / 6
গোয়ায় বর্ষবরণের পার্টিতে তাঁদের চুম্বনের ভিডিয়ো ভাইরাল হয়েছে ভীষণরকম। সকলেই অবাক হয়েছেন সেই ঘটনায়। সকলেই সারপ্রাইজ়ড।

গোয়ায় বর্ষবরণের পার্টিতে তাঁদের চুম্বনের ভিডিয়ো ভাইরাল হয়েছে ভীষণরকম। সকলেই অবাক হয়েছেন সেই ঘটনায়। সকলেই সারপ্রাইজ়ড।

2 / 6
সেই সঙ্গে ঘোষিত হয়েছে বি-টাউনের নয়া প্রেমিক-প্রেমিকা জুটি তামান্না ভাটিয়া এবং বিজয় ভর্মা।

সেই সঙ্গে ঘোষিত হয়েছে বি-টাউনের নয়া প্রেমিক-প্রেমিকা জুটি তামান্না ভাটিয়া এবং বিজয় ভর্মা।

3 / 6
সকলের মনে নানা কৌতূহল। কীভাবে কাছাকাছি এলেন এই দুই তারকা? জানা গিয়েছেন 'লাস্ট স্টোরিজ় ২'-এর সেটে আলাপ হয়েছে বিজয়-তামান্নার।

সকলের মনে নানা কৌতূহল। কীভাবে কাছাকাছি এলেন এই দুই তারকা? জানা গিয়েছেন 'লাস্ট স্টোরিজ় ২'-এর সেটে আলাপ হয়েছে বিজয়-তামান্নার।

4 / 6
এই অ্য়ান্থোলজ়ি সিরিজ়ে অভিনয় করছেন তাঁরা। তারপর থেকেই নাকি তৈরি হয়েছে ঘনিষ্ঠতা।

এই অ্য়ান্থোলজ়ি সিরিজ়ে অভিনয় করছেন তাঁরা। তারপর থেকেই নাকি তৈরি হয়েছে ঘনিষ্ঠতা।

5 / 6
শোনা যাচ্ছে, ক্লাউড নাইনে আছেন তামান্না এবং বিজয়। দু'জনেই দারুণ আনন্দে সময় কাটাচ্ছেন একে-অপরের সঙ্গে। তাঁদের মধ্যে নাকি প্রেম ঘনীভূত হয়েছে।

শোনা যাচ্ছে, ক্লাউড নাইনে আছেন তামান্না এবং বিজয়। দু'জনেই দারুণ আনন্দে সময় কাটাচ্ছেন একে-অপরের সঙ্গে। তাঁদের মধ্যে নাকি প্রেম ঘনীভূত হয়েছে।

6 / 6
প্রায়ই একসঙ্গে সময় কাটাচ্ছেন তামান্না-বিজয়। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে।

প্রায়ই একসঙ্গে সময় কাটাচ্ছেন তামান্না-বিজয়। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে।

Next Photo Gallery