Left Handers Day: টম ক্রুজ থেকে সানি লিওনি, তারকাদের মধ্যে আর কারা বাঁ হাতি?
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 13, 2021 | 4:23 PM
বাঁ হাতে লেখেন যাঁরা, তাঁদের দিকে অবাকভাবে তাকিয়ে থাকেন অনেকে। আসলে স্বাভাবিকের থেকে বাড়তি কিছু দেখলেই আমরা কৌতূহলী হয়ে পড়ি। অনেকে বিষয়টিকে ভালভাবে মেনেও নিতে পারেন না। অনেক আগে কারও বাড়িতে বাঁ হাতি বাচ্চা থাকলে বকে-ধমকে তাঁকে ডান হাতি করানো হত। আপনি কি জানেন, বিশ্বের তাবড় তাবড় অভিনেতার বাঁ হাতি, দেখে নিন সেই তালিকা -