Arpita Chatterjee: ভোগ রান্না থেকে প্রতিমা সাজানো, লক্ষ্মী আরাধনায় অর্পিতা

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 20, 2021 | 6:45 PM

Arpita Chatterjee: সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় অর্পিতার বাড়িতে। নিজে হাতে ভোগ রান্না করেন অভিনেত্রী।

1 / 5
গৃহস্থের ঘরে ঘরে আজ লক্ষ্মীদেবীর আরাধনা। কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতেছেন সকলে। ব্যতিক্রম নন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ও।

গৃহস্থের ঘরে ঘরে আজ লক্ষ্মীদেবীর আরাধনা। কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতেছেন সকলে। ব্যতিক্রম নন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ও।

2 / 5
প্রতি বছর নিজে হাতে লক্ষ্মীপুজোর আয়োজন করেন অর্পিতা। নিষ্ঠাভরে লক্ষ্মীদেবীর আরাধনা করেন তিনি।

প্রতি বছর নিজে হাতে লক্ষ্মীপুজোর আয়োজন করেন অর্পিতা। নিষ্ঠাভরে লক্ষ্মীদেবীর আরাধনা করেন তিনি।

3 / 5
সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় অর্পিতার বাড়িতে। নিজে হাতে ভোগ রান্না করেন অভিনেত্রী।

সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় অর্পিতার বাড়িতে। নিজে হাতে ভোগ রান্না করেন অভিনেত্রী।

4 / 5
এরপর চলে ঠাকুর সাজানোর পালা। ফুল দিয়ে আল্পনা এঁকে নিজেই আসন সাজান অর্পিতা।

এরপর চলে ঠাকুর সাজানোর পালা। ফুল দিয়ে আল্পনা এঁকে নিজেই আসন সাজান অর্পিতা।

5 / 5
লাল শাড়িতে এ দিন নিজেকে সাজিয়েছেন অর্পিতা। শাঁখ বাজিয়ে, পুজোর সমস্ত নিয়ম মেনে করেছেন লক্ষ্মীর আরাধানা।

লাল শাড়িতে এ দিন নিজেকে সাজিয়েছেন অর্পিতা। শাঁখ বাজিয়ে, পুজোর সমস্ত নিয়ম মেনে করেছেন লক্ষ্মীর আরাধানা।

Next Photo Gallery
Bipasha Basu and Karan Singh Grover: মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বিপাশা-করণ, নজরে দম্পতির ফ্যাশন
Swastika Mukherjee: লক্ষ্মী পুজোর দিন দুর্গা পুজোর থ্রো ব্যাক ছবি শেয়ার স্বস্তিকার