Devlina Kumar: চোখের জলে লক্ষ্মী বিদায় ভবানীপুরের চাটুজ্জ্যে পরিবারে, দায়িত্বে ছিলেন দেবলীনা

বহু বছর ধরে আলোচনায় উত্তমকুমারের বাড়ির লক্ষ্মী পুজো। বংশ পরম্পরায় এই পুজো পালিত হয়ে আসছে। এবার দায়িত্বে ছিলেন মহানায়কের নাত বউ দেবলীনা কুমার।

| Edited By: Sneha Sengupta

Oct 22, 2021 | 11:12 PM

1 / 6
ভবানীপুরের চাটুজ্জ্যে পরিবারে লক্ষ্মী বিদায়।

ভবানীপুরের চাটুজ্জ্যে পরিবারে লক্ষ্মী বিদায়।

2 / 6
চোখের জলে বিসর্জন মায়ের।

চোখের জলে বিসর্জন মায়ের।

3 / 6
সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন একজন।

সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন একজন।

4 / 6
উত্তমকুমারের নাত বউ দেবলীনাই দায়িত্ব নিয়েছিলেন পুজোর।

উত্তমকুমারের নাত বউ দেবলীনাই দায়িত্ব নিয়েছিলেন পুজোর।

5 / 6
পুজোতে সকলকে একত্রে এনেছিলেন তিনি।

পুজোতে সকলকে একত্রে এনেছিলেন তিনি।

6 / 6
পাশে পেয়েছিলেন স্বামী গৌরবকেও।

পাশে পেয়েছিলেন স্বামী গৌরবকেও।