TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Sep 17, 2021 | 7:50 PM
আজ বিশ্বকর্মা পুজো। শুরু হয়ে গেল বাঙালির ফেস্টিভ সিজন। আর দিন কয়েকের মধ্যেই মহালয়া। তারপরই দুর্গাপুজো। বাঙালির সারা বছরের অপেক্ষা। তবে আজ থেকেই পুজো শুরু করে দিলেন অভিনেত্রী পাওলি দাম।
বিবাহসূত্রে পাওলি গুয়াহাটির বৌমা। অর্থাৎ তাঁর শ্বশুরবাড়ি আসামে। আজ সেখানেই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় পুজোর ছবি শেয়ার করে ক্যাপশনে পাওলি লিখেছেন, বিশ্বকর্মা পুজোর অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই।
আজ শাশুড়ি মায়ের সঙ্গে মিলেমিশে পুজোর আয়োজন করেন পাওলি। পুজো উপলক্ষ্যে শাশুড়ি মায়ের সঙ্গে সময় কাটাতে পারা তাঁর কাছে উপরি পাওনা। সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
লাল ব্লাউজ, সাদা জমির উপর তাঁতের শাড়ি, শাঁখা পলা, খোলা চুলের সাধারণ সাজ ছিল পাওলির। কপালে হোমের টিপ সাজে অন্য মাত্রা যোগ করেছিলয। নিজে হাতে পুজোর কাজ করেছেন তিনি।
ফল, মিষ্টি, শুকনো প্রসাদ থেকে শুরু করে ভোগের আয়োজন- সবই ছিল পাওলির এ বারের বিশ্বকর্মা পুজোর আয়োজনে।
অভিনয়ের ব্যস্ততায় কখনও কলকাতা, কখনও মুম্বইতে থাকেন পাওলি। তার মধ্যেও যতটা সম্ভব গুয়াহাটিতে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন তিনি।