TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Sep 30, 2021 | 8:04 AM
আজ তাঁর জন্মদিন। তিনি অর্থাৎ বার্থডে গার্ল তথা অভিনেত্রী শ্রুতি দাস। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন, ‘মোস্ট হ্যাপেনিং বার্থডে এভার।’
শ্রুতির ২৫তম জন্মদিন। সিলভার জুবিলির কারণেই এ বছরের জন্মদিন তাঁর কাছে এত স্পেশ্যাল।
বেলুন, গোলাপ, টেডি বিয়ার দিয়ে সাজানো হয়েছিল শ্রুতির ঘর। দুটি কেক সহ বেশ কিছু উপহার পেয়েছেন তিনি। সবচেয়ে নজর কেড়েছে একটি সোনার আংটি।
আপাতত ‘দেশের মাটি’ ধারাবাহিকে শ্রুতির অভিনয় দেখছেন দর্শক। তবে স্বল্প কেরিয়ারেই তিনি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন।
শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন শ্রুতি। গায়ের রঙের জন্য তাঁকে নেট নাগরিকদের কটাক্ষ শুনতে হয় কেরিয়ারের প্রথম থেকেই। বহু দিন সহ্য করার পর অবশেষে দিন কয়েক আগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই প্রতিবাদে সমাজের বহু বিশিষ্ট মানুষকে পাশে পেয়েছেন।
শ্রুতিকে ভালবাসার মানুষও কম নেই। তাঁর কাজ, অভিনয় পছন্দ করেন এমন অনুরাগীর সংখ্যাও অগুণতি। তাঁদের কথা ভেবে এবং নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন নিজের পারফরম্যান্স আরও উন্নত করার প্রয়াস থাকে অভিনেত্রীর।
পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এবং শ্রুতি প্রেমের সম্পর্কে রয়েছে। এ তথ্য টলিউডে সকলেরই জানা। ভার্চুয়ালি স্বর্ণেন্দু তো বটেই, শ্রুতিকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বহু সতীর্থ।