ছেলের প্রথম ছবি শেয়ার করলেন স্নেহা চট্টোপাধ্য়ায়

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 05, 2021 | 10:10 AM

Sneha Chatterjee: ছেলের প্রথম ছবি শেয়ার করলেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্য়ায়

1 / 7
কয়েক মাস আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন স্নেহা। ছেলের ডাক নাম তুরুপ। ভাল নাম জোনাক। তাকে নিয়েই এখন দিনের বেশিরভাগ সময় কাটছে অভিনেত্রীর।

কয়েক মাস আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন স্নেহা। ছেলের ডাক নাম তুরুপ। ভাল নাম জোনাক। তাকে নিয়েই এখন দিনের বেশিরভাগ সময় কাটছে অভিনেত্রীর।

2 / 7
এই প্রথম ছেলের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, 'আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে...।'

এই প্রথম ছেলের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, 'আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে...।'

3 / 7
হাসপাতালে ছেলের জন্মের পর প্রথম ছবিতে সপরিবার। রয়েছেন স্বামী তথা পেশাদার সম্পাদক সংলাপ ভৌমিক।

হাসপাতালে ছেলের জন্মের পর প্রথম ছবিতে সপরিবার। রয়েছেন স্বামী তথা পেশাদার সম্পাদক সংলাপ ভৌমিক।

4 / 7
মা হওয়ার পর্বে কোনও ছবিই শেয়ার করেননি স্নেহা। এ দিন বেবি শাওয়ার থেকে শুরু করে তুরুপের এখনকার বয়স পর্যন্ত বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী।

মা হওয়ার পর্বে কোনও ছবিই শেয়ার করেননি স্নেহা। এ দিন বেবি শাওয়ার থেকে শুরু করে তুরুপের এখনকার বয়স পর্যন্ত বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী।

5 / 7
কিছুদিন আগে TV9 বাংলাকে স্নেহা বলেন, “এখনও কলার তুলে বলতে পারি ছেলে আমার ন্যাওটা। আসলে বেশিরভাগ সময় আমাকে দেখেছে বলে হয়তো। এখন সংলাপের (স্নেহার স্বামী পেশায় সম্পাদক সংলাপ ভৌমিক) সঙ্গেও বন্ধুত্ব হয়েছে। একটু বড়ও হয়েছে এখন।"

কিছুদিন আগে TV9 বাংলাকে স্নেহা বলেন, “এখনও কলার তুলে বলতে পারি ছেলে আমার ন্যাওটা। আসলে বেশিরভাগ সময় আমাকে দেখেছে বলে হয়তো। এখন সংলাপের (স্নেহার স্বামী পেশায় সম্পাদক সংলাপ ভৌমিক) সঙ্গেও বন্ধুত্ব হয়েছে। একটু বড়ও হয়েছে এখন।"

6 / 7
স্নেহা আরও বলেন, "আমরা যে এখনও বাবা, মা হয়েছি ঠিক বুঝতে পারছি না। জ্যান্ত খেলনা নিয়ে খেলছি। তুরুপ আমাদের মতোই রাত দুটো, তিনটেতে ঘুমোয় সকাল ১১টায় ওঠে। আমাদের রুটিনটা ধরে নিয়েছে বলেই বোধহয় আরও বুঝতে পারছি না।”

স্নেহা আরও বলেন, "আমরা যে এখনও বাবা, মা হয়েছি ঠিক বুঝতে পারছি না। জ্যান্ত খেলনা নিয়ে খেলছি। তুরুপ আমাদের মতোই রাত দুটো, তিনটেতে ঘুমোয় সকাল ১১টায় ওঠে। আমাদের রুটিনটা ধরে নিয়েছে বলেই বোধহয় আরও বুঝতে পারছি না।”

7 / 7
আপাতত সন্তান স্নেহার প্রায়োরিটি। ছেলে একটু বড় হলে ফের কাজে ফিরবেন ভেবেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতিতে কবে তা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে তাঁর।

আপাতত সন্তান স্নেহার প্রায়োরিটি। ছেলে একটু বড় হলে ফের কাজে ফিরবেন ভেবেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতিতে কবে তা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে তাঁর।

Next Photo Gallery