শুভশ্রী।
সেই কারণেই অভিনেত্রী এখন সাধ ভক্ষণ করছেন চুটিয়ে। প্রিয়জনেরা পালা করে তাঁকে সাধ খাওয়াচ্ছেন।
সেই রকমই এক নিকট আত্মীয় সাধ খাওয়ালেন শুভশ্রীকে। সাদা ঢাকাই শাড়ি পরে বাড়িতেই সাধ খেলেন অভিনেত্রী।
পালন করা হয়েছিল সাধের সমস্ত নিয়মনীতি। নায়িকা বেশ আপ্লুত ছিলেন এদিন।
পঞ্চ-ব্যঞ্জন রান্না করে খাওয়ানো হয়েছে শুভশ্রীকে। মাছের মাথা থেকে শুরু করে পোলাও, মাছ খেলেন জমিয়ে।
সক্কলে উপস্থিত ছিলেন তাঁর বাইপাসের অ্যাপার্টমেন্টে। সব মুহূর্ত শুভশ্রী তুলে রেখেছেন নিজের কাছে।
ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "আমাকে প্রচণ্ড প্যাম্পার করা হচ্ছে..."
জুলাই মাসে জানা যায়, ৩ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী। তাঁদের তিন বছরের পুত্র ইউভানের জন্মের পর ফের সন্তানের জন্ম দেবেন রাজ এবং শুভশ্রী।