
ছিল ড্যানিয়াল ওয়েবারের জন্মদিন।

ড্যানিয়েল সানি লিওনির স্বামী। ইনস্টাগ্রামে যাঁর নাম ডার্টি৯৯।

তিন সন্তান ও স্ত্রী সানির সঙ্গে জন্মদিন পালন করলেন তিনি।

জমিয়ে পার্টি করেছেন সকলে।

কিছুদিন আগেই ছিল তাঁদের কন্যা নিশার জন্মদিন। সেদিনও ঘরোয়া পার্টি করেছিলেন সানি ও ড্যানিয়েল। ড্যানিয়েলের জন্মদিনেও একইরকম মজা করলেন তাঁরা।

প্রিয়জনদের সঙ্গে ছবি তুলেছেন সকলে।