TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 26, 2022 | 8:28 PM
মুম্বইয়ের মিঠিবাঈ কলেজে এসে 'দোবারা' ছবির প্রচার করেছিলেন তাপসী পান্নু।
সেখানেই চিত্রগ্রাহকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাপসী। তাঁদের ছবি তুলতে দেননি তিনি। এই ব্যবহারের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন অভিনেত্রী।
ঘটনাটি নিয়ে এবার নীরবতা ভাঙলেন তাপসী।
একটি সাক্ষাৎকারে তাপসী বলেছেন, তিনি যতখানি পাপারাৎজ়িদের সম্মান করেন, পাপারাৎজ়িদেরও তাঁকে ততটাই সম্মান করতে হবে।
তাপসী জানিয়েছেন, তিনি তামিল, তেলুগু এবং হিন্দি, এই তিনটি ইন্ডাস্ট্রির পাপারাৎজ়িদের সঙ্গেই কাজ করেছেন। প্রায় ক্ষোভের সঙ্গে বলেছেন, "অনেকে শালীনতার সূক্ষ্ম রেখা অতিক্রম করে ফেলেন, তখনই বিষয়টা হাতের বাইরে বেরিয়ে যায়।"
সম্প্রতি অনুরাগ কাশ্যপের সঙ্গে তাঁর নতুন ছবি 'দোবারা' মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।