Mahalaya 2021: মহালয়ার দুর্গারা…, কোন কোন অভিনেত্রী রয়েছেন এ বারের তালিকায়?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 17, 2021 | 10:01 PM

Mahalaya 2021: টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গা হবেন, তা নিয়ে আগাম জল্পনা চলতে থাকে। শুধু দুর্গা নন, বাকি দেব-দেবীদের নিয়েও তো জল্পনা তৈরি হয়।

1 / 7
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া বাঙালির নস্ট্যালজিয়া। রেডিও যেন বাঙালির বাড়িতে ওই একটা দিনই আজও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে মহালয়া শুধুমাত্র রেডিও নস্ট্যালজিয়া নয়। টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া বাঙালির নস্ট্যালজিয়া। রেডিও যেন বাঙালির বাড়িতে ওই একটা দিনই আজও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে মহালয়া শুধুমাত্র রেডিও নস্ট্যালজিয়া নয়। টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়।

2 / 7
ঠিক যেমন কালার্স বাংলায় এ বারের দুর্গা কোয়েল মল্লিক। ইতিমধ্যেই তাঁর লুক প্রকাশিত হয়েছে। প্রকাশ পেয়েছে প্রোমোও।

ঠিক যেমন কালার্স বাংলায় এ বারের দুর্গা কোয়েল মল্লিক। ইতিমধ্যেই তাঁর লুক প্রকাশিত হয়েছে। প্রকাশ পেয়েছে প্রোমোও।

3 / 7
এই চ্যানেলের মহালয়াতেই থাকছেন শ্রীমা ভট্টাচার্যও। কোয়েলের সঙ্গে নিজের মহালয়ার লুকের ছবি শেয়ার করেছেন তিনি।

এই চ্যানেলের মহালয়াতেই থাকছেন শ্রীমা ভট্টাচার্যও। কোয়েলের সঙ্গে নিজের মহালয়ার লুকের ছবি শেয়ার করেছেন তিনি।

4 / 7
শ্রীমা লিখেছেন, ‘মহাদুর্গা ও মহাগৌরি অনেক নাম। অনেক রূপ। একই শক্তি- মহাদুর্গা।’

শ্রীমা লিখেছেন, ‘মহাদুর্গা ও মহাগৌরি অনেক নাম। অনেক রূপ। একই শক্তি- মহাদুর্গা।’

5 / 7
দুর্গার অনেক রূপের মধ্যে একটি রূপে দেখা যাবে ঊষসী রায়কে। সদ্য ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। গোলাপি-হলুদ কম্বিনেশনের শাড়ি। ভারী গয়নার সাজ। কপালে রয়েছে তৃতীয় নয়নও। আগামী ৬ অক্টোবর কালার্স বাংলার মহালয়া অনুষ্ঠানে তাঁকে এই লুকে দেখা যাবে সে তথ্য নিজেই দিয়েছেন অভিনেত্রী।

দুর্গার অনেক রূপের মধ্যে একটি রূপে দেখা যাবে ঊষসী রায়কে। সদ্য ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। গোলাপি-হলুদ কম্বিনেশনের শাড়ি। ভারী গয়নার সাজ। কপালে রয়েছে তৃতীয় নয়নও। আগামী ৬ অক্টোবর কালার্স বাংলার মহালয়া অনুষ্ঠানে তাঁকে এই লুকে দেখা যাবে সে তথ্য নিজেই দিয়েছেন অভিনেত্রী।

6 / 7
অন্য একটি বেসরকারি চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানে স্পেশ্যাল পারফরম্যান্স দেখা যাবে শ্রীনন্দা শংকরের। তিনিও লুকের ছবি শেয়ার করেছেন।

অন্য একটি বেসরকারি চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানে স্পেশ্যাল পারফরম্যান্স দেখা যাবে শ্রীনন্দা শংকরের। তিনিও লুকের ছবি শেয়ার করেছেন।

7 / 7
অপর একটি চ্যানেলে দুর্গার ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

অপর একটি চ্যানেলে দুর্গার ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

Next Photo Gallery
UEFA Champions League: ৯ গোলের থ্রিলারে জয় ম্যান সিটির
Deepika Padukone: ৪০ কোটির ফ্ল্যাট, ২ টি অডি… দীপিকার ব্যবহৃত এই ৫ জিনিসের দাম শুনলে চমকে যাবেন