Bangla NewsPhoto gallery Adil Rashid’s hat trick helps Delhi Bulls to 49 run win over Team Abu Dhabi in Abu Dhabi T10 League
Abu Dhabi T10 League: আবু ধাবি টি-১০-এ আদিল রাশিদের হ্যাটট্রিক, দেখুন ছবিতে
চলতি আবু ধাবি টি-১০ লিগে (Abu Dhabi T10 League) ইংল্যান্ডের তারকা স্পিনার আদিল রশিদের (Adil Rashid) হ্যাটট্রিকে ভর করে টিম আবু ধাবির বিরুদ্ধে ৪৯ রানে জিতেছে দিল্লি বুলস (Delhi Bulls)। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছিল দিল্লি বুলস। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ৮৬ রানে আটকে যায় টিম আবু ধাবি। দিল্লি বুলসের জয়ে বড় অবদান রাখলেন আদিল রশিদ।
চলতি আবু ধাবি টি-১০ লিগে টিম আবু ধাবির বিরুদ্ধে ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নেন ইংল্যান্ডের তারকা স্পিনার আদিল রশিদ।
2 / 4
নিজের দ্বিতীয় ওভারে প্রথমে লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নেন আদিল। তারপর কলি ইনগ্রাম এবং জেমি ওভার্টন দু'জনকেই কোনও রান করতে না দিয়ে সাজঘরে পাঠান আদিল।
3 / 4
এই ম্যাচে জয়ের পর ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দু'নম্বরে রয়েছেন আদিল রশিদরা।
4 / 4
আইপিএলের মেগা নিলামের আগে আদিল রশিদের এই দুরন্ত ফর্মের কারণে তাঁর দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে।