Abu Dhabi T10 League: আবু ধাবি টি-১০-এ আদিল রাশিদের হ্যাটট্রিক, দেখুন ছবিতে

চলতি আবু ধাবি টি-১০ লিগে (Abu Dhabi T10 League) ইংল্যান্ডের তারকা স্পিনার আদিল রশিদের (Adil Rashid) হ্যাটট্রিকে ভর করে টিম আবু ধাবির বিরুদ্ধে ৪৯ রানে জিতেছে দিল্লি বুলস (Delhi Bulls)। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছিল দিল্লি বুলস। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ৮৬ রানে আটকে যায় টিম আবু ধাবি। দিল্লি বুলসের জয়ে বড় অবদান রাখলেন আদিল রশিদ।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 03, 2021 | 5:12 PM

1 / 4
চলতি আবু ধাবি টি-১০ লিগে টিম আবু ধাবির বিরুদ্ধে ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নেন ইংল্যান্ডের তারকা স্পিনার আদিল রশিদ।

চলতি আবু ধাবি টি-১০ লিগে টিম আবু ধাবির বিরুদ্ধে ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নেন ইংল্যান্ডের তারকা স্পিনার আদিল রশিদ।

2 / 4
নিজের দ্বিতীয় ওভারে প্রথমে লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নেন আদিল। তারপর কলি ইনগ্রাম এবং জেমি ওভার্টন দু'জনকেই কোনও রান করতে না দিয়ে সাজঘরে পাঠান আদিল।

নিজের দ্বিতীয় ওভারে প্রথমে লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নেন আদিল। তারপর কলি ইনগ্রাম এবং জেমি ওভার্টন দু'জনকেই কোনও রান করতে না দিয়ে সাজঘরে পাঠান আদিল।

3 / 4
এই ম্যাচে জয়ের পর ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দু'নম্বরে রয়েছেন আদিল রশিদরা।

এই ম্যাচে জয়ের পর ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দু'নম্বরে রয়েছেন আদিল রশিদরা।

4 / 4
আইপিএলের মেগা নিলামের আগে আদিল রশিদের এই দুরন্ত ফর্মের কারণে তাঁর দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে।

আইপিএলের মেগা নিলামের আগে আদিল রশিদের এই দুরন্ত ফর্মের কারণে তাঁর দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে।