
ছবিতে গানের দৃশ্য হবে ঝাঁ চকচকে, একেবারে রূপকথার মতো। বিশেষ করে বলিউডে এই প্রথা প্রথম থেকেই বেশ নজরে পড়ে। তাই অধিকাংশ ছবির গান নিয়েই টিম বেশ যত্নশীল থাকে।

সদ্য মুক্তি পাওয়া ছবি লাইগার-এর ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে। ছবিতে থাকা অফৎ গানটি মুক্তি পাওয়া মাত্রই সকলের মনে জায়গা করে নেয়।

পর্দায় অনবদ্য রোম্যান্স, বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডেকে দেখা মাত্রই সকলেই মুগ্ধ হয়েছিলেন এই গানে। যেমন উপস্থাপনা তেমনি লোকেশন। প্রতিটা ফ্রেমই যেন পারফেক্ট।

আর এই লোকেশান ঘিরেই এবার শুরু নয়া জল্পনা। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই কমবেশি সকলেই জানতে চেয়েছে ঠিক কোথায় এই গানের শুটিং করা হয়। এমন লোকেশানে একবার ঢুঁ মেরে আসতে কারই বা ইচ্ছা না করে।

প্রশ্ন যখন একাধিক আসতে শুরু করল প্রযোজনা সংস্থার কাছে তখনই মুখ খুলতে বাধ্য হল ছবির কোরিওগ্রাফ টিম। পীয়ূষ ও শাজিয়া এই গানের কোরিওগ্রাফি করেছেন। বলিউডে একাধিক হিট গান তারা দর্শকদের উপহার। তবে এই গানের লোকেশন কোথায় তার উত্তর তাদের কাছে নেই।

অনন্যা পাণ্ডে- বলিউডের এই বাবলি গার্লের একটাই অভ্যাস খারাপ বলে তাঁর ঘনিষ্ঠরা মনে করেন। সে পার্টি ছাড়া থাকতেই পারেন না। হই-হই করে সেলিব্রেশনে মেতে থাকতেই তিনি পছন্দ করেন, যার জন্য খরচ হয় অনেক টাকা।