Women’s Asia Cup 2022: জয়ের আনন্দে ‘পাগলপারা’, এশিয়া কাপ চ্যাম্পিয়নদের নাচ দেখেছেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 15, 2022 | 6:59 PM

এক নয়, দুই নয়, সাত সাত বার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। সিলেটে সপ্তম এশিয়া কাপ ট্রফি হাতে পাওয়ার পরই উচ্ছ্বাসে মাতলেন উইমেন্স ইন ব্লুরা।

1 / 5
এক নয়, দুই নয়, সাত সাত বার মহিলাদের এশিয়া কাপ (Women’s Asia Cup 2022) চ্যাম্পিয়ন ভারত (India)। সিলেটে সপ্তম এশিয়া কাপ ট্রফি হাতে পাওয়ার পরই উচ্ছ্বাসে মাতলেন উইমেন্স ইন ব্লুরা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

এক নয়, দুই নয়, সাত সাত বার মহিলাদের এশিয়া কাপ (Women’s Asia Cup 2022) চ্যাম্পিয়ন ভারত (India)। সিলেটে সপ্তম এশিয়া কাপ ট্রফি হাতে পাওয়ার পরই উচ্ছ্বাসে মাতলেন উইমেন্স ইন ব্লুরা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

2 / 5
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ, শনিবার সপ্তম ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল ভারত। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ, শনিবার সপ্তম ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল ভারত। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

3 / 5
এই নিয়ে পাঁচ বার শ্রীলঙ্কাকে এশিয়া কাপের ফাইনালে হারাল ভারতের মেয়েরা। আজ, ৮ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

এই নিয়ে পাঁচ বার শ্রীলঙ্কাকে এশিয়া কাপের ফাইনালে হারাল ভারতের মেয়েরা। আজ, ৮ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

4 / 5
জয়ের আনন্দে ম্যাচের শেষে, প্রথমে ট্রফি মাঝে রেখে গোল করে দাঁড়িয়ে পোজ দেন উইমেন্স ইন ব্লুরা। এরপর ট্রফি জয়ের আনন্দে জমিয়ে নাচলেন হরমনপ্রীত-স্মৃতিরা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

জয়ের আনন্দে ম্যাচের শেষে, প্রথমে ট্রফি মাঝে রেখে গোল করে দাঁড়িয়ে পোজ দেন উইমেন্স ইন ব্লুরা। এরপর ট্রফি জয়ের আনন্দে জমিয়ে নাচলেন হরমনপ্রীত-স্মৃতিরা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

5 / 5
ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ তো মাটিতে শুয়ে লুটোপাটি খেলেন। সতীর্থরা তাঁর উপর ছড়িয়ে দিলেন সোনালি-রূপোলি রংয়ের রাংতা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ তো মাটিতে শুয়ে লুটোপাটি খেলেন। সতীর্থরা তাঁর উপর ছড়িয়ে দিলেন সোনালি-রূপোলি রংয়ের রাংতা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

Next Photo Gallery