Bangla NewsPhoto gallery After match Rohit Sharma meets Meera Salvi and gifted her chocolate and Teddy and the little girl is keen to become a cricketer
India vs England: ‘বড় হয়ে ক্রিকেটার হব’, রোহিতের ছক্কায় আহত হয়েও স্বপ্নে বিভোর মীরা
ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচ চলাকালীন হিটম্যানের ছক্কায় আহত হয়েছিল এক খুদে। ক্লাস ওয়ানে পড়া ছয় বছরের সেই খুদের নাম মীরা সালভি। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে মীরা। ওভালে রোহিতের মারা ছয় গিয়ে লাগে মীরার গায়ে। তবে তাতে কিন্তু মোটেও ভয় পায়নি মীরা। তবে দুই দলই ওই খুদেকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। মীরার চোট লাগার পর সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যায় ইংল্যান্ডের মেডিক্যাল টিম। ভারত অধিনায়ক পরে ওই বাচ্চা মেয়েটির সঙ্গে দেখা করেন। এবং তাকে একখানা টেডিবিয়ার ও চকলেট গিফ্ট দেন। ইংল্যান্ড টিমের পক্ষ থেকে সে পায় তাদের জার্সি।