
‘ব্রহ্মাস্ত্র’ ছবি দিয়ে বলিউডের হিটের খরা কাটলো বলেই সিনেমা বিশেষজ্ঞদের আশা। রণবীর কাপুর, আলিয়া ভাট এই ছবি দিয়ে কাছাকাছি আসেন। প্রথম ছবিতেই তাঁরা বাজিমাত করলেন। এবার সবাই ছবির দ্বিতীয় ভাগ ব্রহ্মাস্ত্র ২-দেবা ছবির অপেক্ষায়।

ছবির দ্বিতীয় ভাগে শোনা যাচ্ছে দীপিকা পাডুকোণ থাকবেন। তবে কোন চরিত্রে সেটা এখনও জানা নেই। ভক্তরা দুইজনকে আবার এক সঙ্গে পর্দায় দেখতে আগ্রহী। আলিয়া ভাটও দ্বিতীয় ছবিতে থাকবেন কি না তাও অবশ্য খবর নেই।

এরপর রণবীর কাজ করছেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে। প্রথমবার তিনি শ্রদ্ধার সঙ্গে কাজ করছেন। দুইজনের বাবারা একসঙ্গে অনেক ছবি করেছেন। লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া ছবিতে দুইজনের রসায়ন কেমন হয়ে দেখতে আগ্রহী ভক্তরা।

প্রথমবার দক্ষিণের অভিনেত্রী রশ্মিকা মনদানার সঙ্গে স্ক্রিন ভাগ করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল ছবিতে রণবীর। ছবির প্রথম ভাগের শুটিং মানালিতে শেষ করেছেন তাঁরা। সেখানের শুটিং থেকে ছবির একটা লুক ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দুই রকম লুকে পাওয়া যাবে রণবীরকে ছবিতে।

শোনা যাচ্ছে দঙ্গল ছবির পরিচালক নীতেশ তিওয়ারির পরবর্তী ছবিতে কাজ করছেন রণবীর। ছবির বিষয় রামায়ণ। রণবীর এবং হৃত্বিক রোশনকে পরিচালক ছবির জন্য প্রস্তাব দিয়েছেন। রাম এবং রাবণ চরিত্রে দুইজনকে দেখা যাবে, এমনটাই খবর বি-টাউনে। এই জুটিকে দেখার জন্য আগ্রহী সকলেই।