Bangla News Photo gallery After Wimbledon British tennis star Heather Watson shows off stunning bikini body after heading off to Mykonos
Bikini Look: আজ নীল রং মিশে গেছে… নীল বিকিনিতে জলকেলি মিস ওয়াটসনের
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 21, 2022 | 8:00 AM
Heather Watson: উইম্বলডন পর্ব শেষ। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড অবধি পৌঁছেছিলেন ব্রিটিশ টেনিস তারকা হেদার ওয়াটসন। কিন্তু সেখানেই শেষ হয়ে যায় তাঁর সফর। তবে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামের পর, নিজেকে দিন কয়েক কোর্ট ছুটি দিলেন হেদার। মাইকোনোসে দারুণ সময় কাটালেন। কখনও নীল বিকিনিতে নীল জলে আগুন ধরালেন তিনি। তো কখনও আবার হোটেলের ব্যালকনি থেকে গ্ল্যামারাস ছবি দিয়ে ফ্যানেদের মন চুরি করলেন হেদার। আর এ সবের ঝলক তুলে ধরলেন ইন্সটাগ্রামে।
1 / 6
উইম্বলডন পর্ব শেষ। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড অবধি পৌঁছেছিলেন ব্রিটিশ টেনিস তারকা হেদার ওয়াটসন। কিন্তু সেখানেই শেষ হয়ে যায় তাঁর সফর। তবে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামের পর, নিজেকে দিন কয়েক কোর্ট ছুটি দিলেন হেদার। মাইকোনোসে দারুণ সময় কাটালেন। কখনও নীল বিকিনিতে নীল জলে আগুন ধরালেন তিনি। তো কখনও আবার হোটেলের ব্যালকনি থেকে গ্ল্যামারাস ছবি দিয়ে ফ্যানেদের মন চুরি করলেন হেদার। আর এ সবের ঝলক তুলে ধরলেন ইন্সটাগ্রামে। (ছবি-হেদার ওয়াটসন ইন্সটাগ্রাম)
2 / 6
উইম্বলডনের পালা শেষ করে, মাইকোনোসে পৌঁছে গিয়েছেন ব্রিটিশ টেনিস তারকা হেদার ওয়াটসন। সেখানেই চুটিয়ে ছুটি উপভোগ করছেন ওয়াটসন। (ছবি-হেদার ওয়াটসন ইন্সটাগ্রাম)
3 / 6
ছুটিতে গিয়ে মাইকোনোসে জলকেলিতে মেতেছেন সুন্দরী হেদার। নীল বিকিনিতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা। (ছবি-হেদার ওয়াটসন ইন্সটাগ্রাম)
4 / 6
'আমরা এসেছি, আমরা দেখেছি... আমরা উপভোগ করেছি'... নীল বিকিনিতে ছবি দিয়ে এই ক্যাপশনই দিলেন হেদার ওয়াটসন। (ছবি-হেদার ওয়াটসন ইন্সটাগ্রাম)
5 / 6
মাইকোনোসে হোটেলের ব্যালকনি থেকে নজরকাড়া ছবি শেয়ার করেছেন ওয়াটসন। তাঁর পরনে ছিল সাদা রংয়ের স্ট্রিং ট্রাউজার্স ও গোল্ডেন বিকিনি। (ছবি-হেদার ওয়াটসন ইন্সটাগ্রাম)
6 / 6
পরনে কালো বিকিনি, মাথায় একখানা এনবি ক্যাপ... সুন্দরী হেদার উইম্বলডনের প্লেয়িং কার্ড হাতে নিয়েও ছবি শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রামে। (ছবি-হেদার ওয়াটসন ইন্সটাগ্রাম)