Bollywood Relationship: বয়সের ফারাককে তুড়ি মেরে উড়িয়ে প্রেমে গা ভাসিয়েছেন যে সেলেবরা…
Bollywood Couple: বয়সের ব্যবধান নিয়ে অঙ্ক করা বা ট্রোলারদের গুরুত্ব দিয়ে সম্পর্ক ভাঙা নয়, মনের কথা শুনে কেবল প্রেমের জোয়ারে ভেসেছেন বলিউডের যে জুটিরা...
সুস্মিতা সেন ও ললিত মোদী।
Follow Us:
ললিত সুস্মিতা-সম্প্রতি বিটাউনের খবরের হটকেক হল ললিত-সুস্মিতার সম্পর্ক। এই জুটির মধ্যে থাকা বয়সের ফারাক মোট ১২ বছরের। সোশ্যাল মিডিয়ায় এরা এখন ভাইরাল স্টার। যদিও সম্পর্ক নিয়ে এখনও সেভাবে মুখ খোলেননি সুস্মিতা সেন।
প্রিয়াঙ্কা নিক- নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে সম্পর্কের ফারাক ১০ বছরের। হাজার কুমন্তব্য, সমালোচনাকে সরিয়ে রেখে দিব্যি সংসার করছেন এই জুটিয ছোট্ট মেয়েকে নিয়ে কাটছে সময়।
তবে ব্রহ্মাস্ত্র ছবিতেই প্রথম কাছাকাছি আসা। ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় রণবীর ও আলিয়ার ভীষণ ভাল বন্ধু হয়ে উঠেছিলেন। একসঙ্গে তাঁরা তিনটে বছর কাটিয়েছেন।
শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি সামনে এসেছিল করিনা কাপুরের। কখন যাব ইউ মেট ছবির শুটিং-এ ব্যস্ত জুটি। একে অপরকে মনও দিয়েছিলেন। সেই মুহূর্তেই ঘনিষ্ট হওয়ার ছবি হয়ে যায় লিক। মুহূর্তে যা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
ভিকি কৌশল ক্যাটরিনা- ভিকি ও ক্যাটরিনার মধ্যে বয়সের ফারাক যদিও খুব বেশি নয়। ৫ বছরের বড় ক্যাটরিনা ভিকি কৌশলের থেকে। ২০২১ সালে রাজকীয় বিয়ের আসর বসেছিল এই জুটির।
সেই কারণেই এবার তিনিও নতুন কোনও ট্যালেন্টেড পরিচালক খোঁজ করছেন। যিনি হৃত্বিকের অ্যাকশন মাত্রাকে ছুঁতে পারবেন। সেই সুবাদেই ছবি পরিচালনা থেকে বাদ পড়ার সম্ভাবনা রাকেশ রোশনের।