Agni-V Ballistic Missile: দিল্লি থেকে ছুড়লে পার করবে বেজিং! অগ্নি মিসাইলের উৎক্ষেপণে সাফল্য ভারতের

Agni Missile: নয়া অগ্নি-৫ মিসাইলের রেঞ্জ ৫০০০ কিলোমিটার। ওড়িশার আব্দুল কালাম আইল্যান্ড থেকে সেই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে আজ।

| Edited By: | Updated on: Oct 27, 2021 | 9:37 PM
ফের মিসাইল উৎক্ষেপণে সাফল্য ভারতের। বুধবার অগ্নি-৫ মিসাইলের পরীক্ষমূলক উৎক্ষেপণে সাফল্য পেল ভারত। আজ ওড়িশার আব্দুল কালাম আইল্যান্ড থেকে সেই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। এ দিন সন্ধে ৭ টা ৫০ মিনিটে উৎক্ষেপণ করা হয় সেই মিসাইল। ডিআরডিও-র তরফে জানানো হয়েছে এই মিসাইলের রেঞ্জ ৫ হাজার কিলোমিটার।

ফের মিসাইল উৎক্ষেপণে সাফল্য ভারতের। বুধবার অগ্নি-৫ মিসাইলের পরীক্ষমূলক উৎক্ষেপণে সাফল্য পেল ভারত। আজ ওড়িশার আব্দুল কালাম আইল্যান্ড থেকে সেই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। এ দিন সন্ধে ৭ টা ৫০ মিনিটে উৎক্ষেপণ করা হয় সেই মিসাইল। ডিআরডিও-র তরফে জানানো হয়েছে এই মিসাইলের রেঞ্জ ৫ হাজার কিলোমিটার।

1 / 5
পাকিস্তান ও চিনের মতো প্রতিবেশী দেশকে কড়া বার্তা দিতে এই মিসাইল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ৫ হাজার কিলোমিটার দূরের নিশানাতেও আঘাত হানতে পারে এই মিসাইল। আঘাত করার ক্ষমতাও একেবারে নিখুঁত। উল্লেখ্য দিল্লি থেকে বেজিং-এর দূরত্ব ৩ হাজার কিলোমিটারের কিছু বেশি।

পাকিস্তান ও চিনের মতো প্রতিবেশী দেশকে কড়া বার্তা দিতে এই মিসাইল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ৫ হাজার কিলোমিটার দূরের নিশানাতেও আঘাত হানতে পারে এই মিসাইল। আঘাত করার ক্ষমতাও একেবারে নিখুঁত। উল্লেখ্য দিল্লি থেকে বেজিং-এর দূরত্ব ৩ হাজার কিলোমিটারের কিছু বেশি।

2 / 5
অগ্নি-৫ হল ভারতের হাতে থাকা একমাত্র ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম। সাধারণত যে ক্ষেপণাস্ত্র ৫ হাজার ৮০০ কিলোমিটার বা তার চেয়েও বেশি দূরে আঘাত হানতে সক্ষম হয় তাকেই আইসিবিএম-এর তালিকায় ফেলা হয়। ৫০ টন ওজনের এই ভারতীয় ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কিলোগ্রাম ওজনের পরমাণু অস্ত্রও বহন করতে পারে। ফলে শত্রুদের বুকে ভয় ধরাতে সক্ষম এই মিসাইল।

অগ্নি-৫ হল ভারতের হাতে থাকা একমাত্র ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম। সাধারণত যে ক্ষেপণাস্ত্র ৫ হাজার ৮০০ কিলোমিটার বা তার চেয়েও বেশি দূরে আঘাত হানতে সক্ষম হয় তাকেই আইসিবিএম-এর তালিকায় ফেলা হয়। ৫০ টন ওজনের এই ভারতীয় ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কিলোগ্রাম ওজনের পরমাণু অস্ত্রও বহন করতে পারে। ফলে শত্রুদের বুকে ভয় ধরাতে সক্ষম এই মিসাইল।

3 / 5
শুধু অগ্নি-৫ নয়, অগ্নি-৬ মিসাইলও তৈরি করছে ভারত। প্রায় ১২ হাজার কিলোমিটার হবে রেঞ্জ। অগ্নি সিরিজের এই রেঞ্জে চলে আসবে আমেরিকারও একটা বড় অংশও। চিন, রাশিয়া-সহ গোটা এশিয়া মহাদেশ এবং ইউরোপের অনেকটাই চলে আসে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে।

শুধু অগ্নি-৫ নয়, অগ্নি-৬ মিসাইলও তৈরি করছে ভারত। প্রায় ১২ হাজার কিলোমিটার হবে রেঞ্জ। অগ্নি সিরিজের এই রেঞ্জে চলে আসবে আমেরিকারও একটা বড় অংশও। চিন, রাশিয়া-সহ গোটা এশিয়া মহাদেশ এবং ইউরোপের অনেকটাই চলে আসে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে।

4 / 5
 চলতি বছরে ওড়িশা উপকূলে ‘অগ্নি প্রাইম’ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণও করেছে ডিআরডিও। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইল অগ্নি সিরিজের নয়া প্রজন্মের ক্ষেপণাস্ত্র। ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত দূরে নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে পারে এটি। এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা মিশ্র ধাতুতে তৈরি বলে জানা যায়।

চলতি বছরে ওড়িশা উপকূলে ‘অগ্নি প্রাইম’ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণও করেছে ডিআরডিও। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইল অগ্নি সিরিজের নয়া প্রজন্মের ক্ষেপণাস্ত্র। ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত দূরে নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে পারে এটি। এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা মিশ্র ধাতুতে তৈরি বলে জানা যায়।

5 / 5
Follow Us: