Axar Patel: মহাকালেশ্বর মন্দিরে স্ত্রী মেহার সঙ্গে পুজো দিলেন অক্ষর, করলেন ভস্ম আরতিও

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 27, 2023 | 7:40 PM

Axar Patel visits Mahakaleshwar Jyotirlinga Temple: বাবা মহাকালের আশীর্বাদ নিতে উজ্জয়িনী ছুটলেন অক্ষর প্যাটেল। বিয়ের পর স্ত্রী মেহা প্যাটেলকে নিয়ে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভস্ম আরতিও (Bhasma Aarti) করলেন ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

1 / 9
১ মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্ট ম্যাচ। তার আগে সস্ত্রীক অক্ষর প্যাটেল (Axar Patel) গেলেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Jyotirlinga Temple)। (ছবি-টুইটার)

১ মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্ট ম্যাচ। তার আগে সস্ত্রীক অক্ষর প্যাটেল (Axar Patel) গেলেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Jyotirlinga Temple)। (ছবি-টুইটার)

2 / 9
দিনকয়েক আগেই মহাকাল মন্দিরে গিয়েছিলেন ভারতের আর এক তারকা ক্রিকেটার লোকেশ রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি। এ বার বিয়ের পর স্ত্রী মেহা প্যাটেলকে (Meha Patel) নিয়ে অক্ষরও গেলেন মহাকাল দর্শনে। (ছবি-টুইটার)

দিনকয়েক আগেই মহাকাল মন্দিরে গিয়েছিলেন ভারতের আর এক তারকা ক্রিকেটার লোকেশ রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি। এ বার বিয়ের পর স্ত্রী মেহা প্যাটেলকে (Meha Patel) নিয়ে অক্ষরও গেলেন মহাকাল দর্শনে। (ছবি-টুইটার)

3 / 9
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অক্ষর ও মেহার মহাকালেশ্বর মন্দির দর্শনের ভিডিয়ো। (ছবি-টুইটার)

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অক্ষর ও মেহার মহাকালেশ্বর মন্দির দর্শনের ভিডিয়ো। (ছবি-টুইটার)

4 / 9
উজ্জয়িনীর মহাকাল মন্দিরে অক্ষর ও মেহা ভস্ম আরতিতেও যোগ দেন। মহাকাল মন্দিরে পবিত্র ও বিখ্যাত রীতি হল ভস্ম আরতি (Bhasma Aarti) করা। ব্রাহ্ম মুহূর্তে (ভোর চারটে থেকে সকাল সাড়ে পাঁচটা) মহাকাল মন্দিরে হয় ভস্ম আরতি। (ছবি-টুইটার)

উজ্জয়িনীর মহাকাল মন্দিরে অক্ষর ও মেহা ভস্ম আরতিতেও যোগ দেন। মহাকাল মন্দিরে পবিত্র ও বিখ্যাত রীতি হল ভস্ম আরতি (Bhasma Aarti) করা। ব্রাহ্ম মুহূর্তে (ভোর চারটে থেকে সকাল সাড়ে পাঁচটা) মহাকাল মন্দিরে হয় ভস্ম আরতি। (ছবি-টুইটার)

5 / 9
এর আগেও মহাকালেশ্বর মন্দিরে এসেছিলেন অক্ষর। কিন্তু সে বার তিনি ভস্ম আরতিতে অংশ নিতে পারেননি। (ছবি-টুইটার)

এর আগেও মহাকালেশ্বর মন্দিরে এসেছিলেন অক্ষর। কিন্তু সে বার তিনি ভস্ম আরতিতে অংশ নিতে পারেননি। (ছবি-টুইটার)

6 / 9
অক্ষর জানান, ২০১৬ সালে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে এসেছিলেন তিনি। সে বার দেরি হয়ে যাওয়ার কারণে, ভস্ম আরতিতে অংশ নিতে পারেননি। (ছবি-টুইটার)

অক্ষর জানান, ২০১৬ সালে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে এসেছিলেন তিনি। সে বার দেরি হয়ে যাওয়ার কারণে, ভস্ম আরতিতে অংশ নিতে পারেননি। (ছবি-টুইটার)

7 / 9
বিয়ের পর স্ত্রীর সঙ্গে মহাকালেশ্বর মন্দিরে এসে অক্ষরের ভস্ম আরতিতে অংশ নেওয়ার ইচ্ছেও পূরণ হয়েছে। যার ফলে তিনি বেশ খুশি। (ছবি-টুইটার)

বিয়ের পর স্ত্রীর সঙ্গে মহাকালেশ্বর মন্দিরে এসে অক্ষরের ভস্ম আরতিতে অংশ নেওয়ার ইচ্ছেও পূরণ হয়েছে। যার ফলে তিনি বেশ খুশি। (ছবি-টুইটার)

8 / 9
মন্দিরের গর্ভগৃহে সস্ত্রীক অক্ষর প্যাটেল মহাদেবের পুজো করেন। সেখানকার পুরোহিত অক্ষর ও মেহাকে মহাদেবকে অর্পন করা মালা দেন। (ছবি-টুইটার)

মন্দিরের গর্ভগৃহে সস্ত্রীক অক্ষর প্যাটেল মহাদেবের পুজো করেন। সেখানকার পুরোহিত অক্ষর ও মেহাকে মহাদেবকে অর্পন করা মালা দেন। (ছবি-টুইটার)

9 / 9
মহাকাল মন্দির থেকে বেরোনোর পর এক পুরোহিত অক্ষরের হাতে তাগা (ঈশ্বরকে দেওয়া বিশেষ সুতো) বেঁধে দেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়োও। (ছবি-টুইটার)

মহাকাল মন্দির থেকে বেরোনোর পর এক পুরোহিত অক্ষরের হাতে তাগা (ঈশ্বরকে দেওয়া বিশেষ সুতো) বেঁধে দেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়োও। (ছবি-টুইটার)

Next Photo Gallery