Bangla NewsPhoto gallery Ahead of India vs England series Team India's these stars went to Euro 2020 and Wimbledon despite BCCI's advisory
করোনা উড়িয়ে ইউরো-উইম্বলডনে মজেছিলেন যে ভারতীয় তারকারা, দেখুন ছবিতে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) পর ২০ দিনের ছুটি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketer)। তবে বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে তাঁদের জানানো হয়েছিল, অতিরিক্ত ভিড় এলাকা এড়িয়ে চলতে। কিন্তু বিসিসিআইয়ের সতর্ক করার সত্ত্বেও ইউরো কাপ ও উইম্বলডন দেখতে হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ থেকে বিরাটদের হেড কোচ রবি শাস্ত্রী। মনে করা হচ্ছে সেখান থেকেই করোনা সংক্রামিত হয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। এক নজরে দেখে নিন টিম ইন্ডিয়ার কোন কোন তারকা গিয়েছিলেন ইউরো কাপ ও উইম্বলডন দেখতে...