
ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো দেখতে হাজির হয়েছিলেন ঋষভ পন্থ। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে ছবিও পোস্ট করেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান। বর্তমানে তিনি করোনা আক্রান্ত। মনে করা হচ্ছে ইউরো কাপের খেলা দেখতে গিয়েই তিনি করোনায় সংক্রামিত হয়েছেন। (সৌজন্যে-ঋষভ পন্থ টুইটার)

ঋষভ পন্থ ছাড়াও ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালি ও বেলজিয়ামের ইউরো সেমিফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন জসপ্রীত বুমরা ও তাঁর ক্রীড়া সঞ্চালিকা স্ত্রী সঞ্জনা। (সৌজন্যে-জসপ্রীত বুমরা টুইটার)

ইউরো উপভোগ করা থেকে বাদ যাননি ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারীও। ইংল্যান্ড ও ডেনমার্কের সেমিফাইনাল ম্যাচ দেখতে তিনি হাজির ছিলেন ওয়েম্বলি স্টেডিয়ামে। (সৌজন্যে-হনুমা বিহারী টুইটার)

ইউরোর জায়গায় উইম্বলডন বেছে নিয়েছিলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। (সৌজন্যে-রবিচন্দ্রন অশ্বিন টুইটার)

বিসিসিআইয়ের পক্ষ থেকে বেশি ভিড় এলাকা এড়িয়ে চলার কথা বলা হলেও, নোভাক জকোভিচ ও মাত্তেও বেরেত্তিনির দ্বৈরথ দেখতে হাজির হয়েছিলেন বিরাটদের হেড কোচ রবি শাস্ত্রী। (সৌজন্যে-রবি শাস্ত্রী টুইটার)