

কড়া অনুশীলনের ফাঁকে প্লেয়ারদের ফুরফুরে রাখার জন্য, তাঁদের ট্রেনিংয়ের মাঝে অল্প বিরতি দেওয়া হয়। প্লেয়ারদের রিল্যাক্সের জন্য অস্ট্রেলিয়ার রটনেস্ট আইল্যান্ডে ঘোরার ব্যবস্থা করা হয়েছিল।

ভারতীয় দলের প্লেয়াররা এবং সাপোর্ট স্টাফের সকলেই হাজির ছিলেন রটনেল্ট আইল্যান্ডে।

রটনেস্ট আইল্যান্ডে বিরল প্রজাতির প্রাণী কোয়াকার সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

রটনেস্ট দ্বীপ পারথ উপকূল থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপ দর্শকদের কাছে এক মনোরম দৃশ্য তুলে ধরে। রটনেস্ট দ্বীপকে সামুদ্রিক স্বর্গ হিসেবেও বিবেচনা করা হয়।

রটনেস্ট আইল্যান্ড কোয়াকার ঘর বলেও পরিচিত। এটি আসলে আসিয়ান সিভেট বিড়াল। এদের চুলের রং বাদামি। আদিবাসীরা এই প্রাণীর নাম রাখে কোয়াকা।