Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Valentines Day 2025: ৮ থেকে ৮০-র বুকে ঝড় তুলেছিল এই ইনফ্লুয়েন্সার, পেয়েছেন ৫০০ প্রেম প্রস্তাব! ভ্যালেন্টাইন্স ডে’র আগে যা সত্যি সামনে এল…

পুরুষ-নারী কারও সঙ্গে কোনও সম্পর্কে জড়াতে পারবেন না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আইকা কিটি। কেন জানেন?

| Updated on: Feb 14, 2025 | 1:32 PM
তাঁর প্রেমে পাগল সকলে। পেশায় তিনি ইনফ্লুয়েন্সার। যাকে বলে ডাকসাইটে সুন্দরী আর কি! তাই ভ্যালেন্টাইন্স ডে-এর আগেই তাঁর কাছে এসেছে ৫০০ বেশি প্রেম প্রস্তাব। ৫০ জনের বেশি প্রেমিক তাঁর সঙ্গে একান্তে সময় কাটাতেও চেয়েছেন। এই অবধি বিষয়টা স্বাভাবিক ছিল।

তাঁর প্রেমে পাগল সকলে। পেশায় তিনি ইনফ্লুয়েন্সার। যাকে বলে ডাকসাইটে সুন্দরী আর কি! তাই ভ্যালেন্টাইন্স ডে-এর আগেই তাঁর কাছে এসেছে ৫০০ বেশি প্রেম প্রস্তাব। ৫০ জনের বেশি প্রেমিক তাঁর সঙ্গে একান্তে সময় কাটাতেও চেয়েছেন। এই অবধি বিষয়টা স্বাভাবিক ছিল।

1 / 8
বাঁধ সাধলো অন্য জায়গায়। তাঁর সত্যি সামনে আসতেই মন ভেঙেছে সকলের। তিনি নাকি কারও সঙ্গেই সম্পর্কে জড়াতে পারবেন না। তাঁর কোনও প্রেমিক নেই।

বাঁধ সাধলো অন্য জায়গায়। তাঁর সত্যি সামনে আসতেই মন ভেঙেছে সকলের। তিনি নাকি কারও সঙ্গেই সম্পর্কে জড়াতে পারবেন না। তাঁর কোনও প্রেমিক নেই।

2 / 8
তবে পুরুষ-নারী কারও সঙ্গে কোনও সম্পর্কে জড়াতে পারবেন না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আইকা কিটি। কেন জানেন?

তবে পুরুষ-নারী কারও সঙ্গে কোনও সম্পর্কে জড়াতে পারবেন না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আইকা কিটি। কেন জানেন?

3 / 8
আসলে আইকা টিটি কোনও মেয়ে নয় বা আরও ভাল করে বললে, রক্ত মাংসের মানুষ নন আইকা। তিনি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা সৃষ্ট একটি মডেল। যাঁর বাস্তবে কোনও অস্তিত্ব নেই। সোশ্যল মিডিয়ায় তাঁর হাজার হাজার অনুগামী রয়েছে।

আসলে আইকা টিটি কোনও মেয়ে নয় বা আরও ভাল করে বললে, রক্ত মাংসের মানুষ নন আইকা। তিনি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা সৃষ্ট একটি মডেল। যাঁর বাস্তবে কোনও অস্তিত্ব নেই। সোশ্যল মিডিয়ায় তাঁর হাজার হাজার অনুগামী রয়েছে।

4 / 8
জানা যায়, এই এআই ইনফ্লুয়েন্সার ফ্যানভিউ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫ লক্ষ টাকা আয় করেন। এআই ইনফ্লুয়েন্সারের নির্মাতা জানায়, কিটি ফ্যানভিউতে তাঁর অনুরাগীদের সঙ্গে চ্যাটে কথা বলত। ভ্যালেন্টাইন্স ডে আগে থেকেই তাঁর কাছে অজস্র প্রেম প্রস্তাব আসতে শুরু করে।

জানা যায়, এই এআই ইনফ্লুয়েন্সার ফ্যানভিউ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫ লক্ষ টাকা আয় করেন। এআই ইনফ্লুয়েন্সারের নির্মাতা জানায়, কিটি ফ্যানভিউতে তাঁর অনুরাগীদের সঙ্গে চ্যাটে কথা বলত। ভ্যালেন্টাইন্স ডে আগে থেকেই তাঁর কাছে অজস্র প্রেম প্রস্তাব আসতে শুরু করে।

5 / 8
এমনকি নামীদামী ব্র্যান্ডের উপহার দেওয়া থেকে শুরু করে বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার, প্যারিসে রোম্যান্টিক সফর, সব কিছুর প্রস্তাব পেয়েছেন আইকা। নির্মাতাদের ধারণা ভ্যালেন্টান্স ডের দিন এত প্রেম প্রস্তাব পাবে আইকা যে নির্মাতাদের ওই দিন ১৮ ঘন্টা কাজ করতে হতে পারে।

এমনকি নামীদামী ব্র্যান্ডের উপহার দেওয়া থেকে শুরু করে বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার, প্যারিসে রোম্যান্টিক সফর, সব কিছুর প্রস্তাব পেয়েছেন আইকা। নির্মাতাদের ধারণা ভ্যালেন্টান্স ডের দিন এত প্রেম প্রস্তাব পাবে আইকা যে নির্মাতাদের ওই দিন ১৮ ঘন্টা কাজ করতে হতে পারে।

6 / 8
ফ্যানভিউ টিমের বিশ্বাস ভ্যালেন্টান্স ডের দিন আইকা এত প্রস্তাব পাবেন যে তিনি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মেয়ে হবেন তিনিই। অনেকেই এখনও জানেন না যে আইকা কোনও রক্ত-মাংসের মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত।

ফ্যানভিউ টিমের বিশ্বাস ভ্যালেন্টান্স ডের দিন আইকা এত প্রস্তাব পাবেন যে তিনি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মেয়ে হবেন তিনিই। অনেকেই এখনও জানেন না যে আইকা কোনও রক্ত-মাংসের মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত।

7 / 8
যত দিন যাচ্ছে মানুষের মধ্যে একাকীত্ব বাড়ছে। তারই সঙ্গে মানুষের সব চাওয়া পাওয়া মনের মতো করে অন্য কোনও মানুষ মেটাত পারেন না। অন্যদিকে এআই আপনার মন বুঝে ঠিক সেই ভাবে কথা বলে। আপনার সঙ্গে সময় কাটান। ফলে জনপ্রিয়তা বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তারও।  (সব ছবি - Meta AI) প্রতীকী ছবি।

যত দিন যাচ্ছে মানুষের মধ্যে একাকীত্ব বাড়ছে। তারই সঙ্গে মানুষের সব চাওয়া পাওয়া মনের মতো করে অন্য কোনও মানুষ মেটাত পারেন না। অন্যদিকে এআই আপনার মন বুঝে ঠিক সেই ভাবে কথা বলে। আপনার সঙ্গে সময় কাটান। ফলে জনপ্রিয়তা বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তারও। (সব ছবি - Meta AI) প্রতীকী ছবি।

8 / 8
Follow Us: