FIFA-AIFF: ফিফা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 09, 2022 | 10:21 PM

দোহার ফিফা অফিসে হাজির সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করলেন কল্যাণ-প্রভাকরণ। ভারতীয় ফুটবলের বিকাশের মূল দিকগুলি এবং যে সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকার প্রয়োজন সেগুলি নিয়ে তাঁদের আলোচনাও হয়েছে।

1 / 5
দোহার ফিফা অফিসে হাজির সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) এবং সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ (Shaji Prabhakaran)। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করলেন কল্যাণ-প্রভাকরণ। ভারতীয় ফুটবলের বিকাশের মূল দিকগুলি এবং যে সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকার প্রয়োজন সেগুলি নিয়ে তাঁদের আলোচনাও হয়েছে।

দোহার ফিফা অফিসে হাজির সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) এবং সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ (Shaji Prabhakaran)। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করলেন কল্যাণ-প্রভাকরণ। ভারতীয় ফুটবলের বিকাশের মূল দিকগুলি এবং যে সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকার প্রয়োজন সেগুলি নিয়ে তাঁদের আলোচনাও হয়েছে।

2 / 5
আজ শুক্রবার দোহার ফিফা অফিসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণের সাক্ষাৎ হয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

আজ শুক্রবার দোহার ফিফা অফিসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণের সাক্ষাৎ হয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

3 / 5
কল্যাণ ও প্রভাকরণ ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের ব্যাপারে আলোচনা করেন। একইসঙ্গে কীভাবে ভারতীয় ফুটবলের বিকাশ করা যায়, সেই নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।

কল্যাণ ও প্রভাকরণ ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের ব্যাপারে আলোচনা করেন। একইসঙ্গে কীভাবে ভারতীয় ফুটবলের বিকাশ করা যায়, সেই নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।

4 / 5
জিয়ান্নি ইনফান্তিনো জানান, তিনি ভবিষ্যতে ভারত সফরে আসবেন। ফিফা প্রেসিডেন্টের ভারত সফরের আগে ভারতীয় ফুটবল সম্পর্কিত সমস্ত সম্ভাব্য উচ্চ-প্রভাবিত প্রকল্প এবং কর্মসূচি চূড়ান্ত করা হবে।

জিয়ান্নি ইনফান্তিনো জানান, তিনি ভবিষ্যতে ভারত সফরে আসবেন। ফিফা প্রেসিডেন্টের ভারত সফরের আগে ভারতীয় ফুটবল সম্পর্কিত সমস্ত সম্ভাব্য উচ্চ-প্রভাবিত প্রকল্প এবং কর্মসূচি চূড়ান্ত করা হবে।

5 / 5
দিনকয়েক আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মসনদে বসেন কল্যাণ চৌবে। এআইএফএফ-এর ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন ফুটবলার এআইএফএফ-এর সভাপতি পদে বসেছেন। ভারতীয় ফুটবলে নতুন দিশা দেখানোর বার্তা দিচ্ছেন কল্যাণ।

দিনকয়েক আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মসনদে বসেন কল্যাণ চৌবে। এআইএফএফ-এর ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন ফুটবলার এআইএফএফ-এর সভাপতি পদে বসেছেন। ভারতীয় ফুটবলে নতুন দিশা দেখানোর বার্তা দিচ্ছেন কল্যাণ।

Next Photo Gallery