Abhinandan Varthaman: দেশের বীর সন্তান অভিনন্দন বর্তমানের পদোন্নতি..

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 04, 2021 | 12:36 PM

Abhinandan Varthaman, উইংকমান্ডার থেকে পদোন্নতি পেলেন অভিনন্দন বর্তমান

1 / 5
নয়া দিল্লি: ২০১৯ সালে একটি নাম সমগ্র দেশ গর্বের সঙ্গে জেনে ছিল। তাঁর সাহস  এবং পরিকল্পনা মাফিক আক্রমণে শত্রুপক্ষের যুদ্ধ বিমান জরুরি অবতরণ বাধ্য হয়েছিল। এমনকি শত্রুদের হাতে আটক হওয়ার পর নিজের কর্তব্যে অবিচল ছিলেন ওই বায়ু সেনা ক্যাপ্টেন। গোপনীয় তথ্য জানতে চেয়ে শত্রুরা যখন তাঁর ওপর চাপ সৃষ্টি করেছিল, বিনয় ও দৃঢ়তার সংমিশ্রনে তিনি জানিয়েছিলেন, "স্যার, আমি এটা আপানাদের বলতে পারব না, অনুমতি নেই।" ঠিকই আন্দাজ করেছন। তিনি অকুতোভয় অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman)। ছবি: টুইটার

নয়া দিল্লি: ২০১৯ সালে একটি নাম সমগ্র দেশ গর্বের সঙ্গে জেনে ছিল। তাঁর সাহস এবং পরিকল্পনা মাফিক আক্রমণে শত্রুপক্ষের যুদ্ধ বিমান জরুরি অবতরণ বাধ্য হয়েছিল। এমনকি শত্রুদের হাতে আটক হওয়ার পর নিজের কর্তব্যে অবিচল ছিলেন ওই বায়ু সেনা ক্যাপ্টেন। গোপনীয় তথ্য জানতে চেয়ে শত্রুরা যখন তাঁর ওপর চাপ সৃষ্টি করেছিল, বিনয় ও দৃঢ়তার সংমিশ্রনে তিনি জানিয়েছিলেন, "স্যার, আমি এটা আপানাদের বলতে পারব না, অনুমতি নেই।" ঠিকই আন্দাজ করেছন। তিনি অকুতোভয় অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman)। ছবি: টুইটার

2 / 5
ভারতীয় বায়ু সেনা (Indian Air force) সূত্রে খবর এহেন অভিনন্দন বর্তমানের পদোন্নতি হয়েছে। উইং কমান্ডার পদ থেকে তাঁকে গ্রুপ ক্যাপ্টেন উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বায়ু সেনা। জানা গিয়েছে, তাঁর এই পদোন্নতির প্রক্রিয়া চলছে, খুব দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ছবি: টুইটার

ভারতীয় বায়ু সেনা (Indian Air force) সূত্রে খবর এহেন অভিনন্দন বর্তমানের পদোন্নতি হয়েছে। উইং কমান্ডার পদ থেকে তাঁকে গ্রুপ ক্যাপ্টেন উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বায়ু সেনা। জানা গিয়েছে, তাঁর এই পদোন্নতির প্রক্রিয়া চলছে, খুব দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ছবি: টুইটার

3 / 5
২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি একটি পাকিস্তানি জেট বিমানকে গুলি করে নামিয়েছিলেন অভিনন্দন বর্তমান। সেই সময়ই বালাকোট বিমান হামলার জন্য ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর ছিল পাকিস্তান। ছবি: টুইটার

২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি একটি পাকিস্তানি জেট বিমানকে গুলি করে নামিয়েছিলেন অভিনন্দন বর্তমান। সেই সময়ই বালাকোট বিমান হামলার জন্য ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর ছিল পাকিস্তান। ছবি: টুইটার

4 / 5
বালাকোটে জইশ ই মহম্মদ জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে ভারতের যুদ্ধ বিমান হামলা করে। এর ঠিক পরের দিন পাকিস্তানি বিমান বাহিনী প্রতিশোধের জন্য ভারতে আক্রমণ করেছিল। ফলে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। ছবি: টুইটার

বালাকোটে জইশ ই মহম্মদ জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে ভারতের যুদ্ধ বিমান হামলা করে। এর ঠিক পরের দিন পাকিস্তানি বিমান বাহিনী প্রতিশোধের জন্য ভারতে আক্রমণ করেছিল। ফলে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। ছবি: টুইটার

5 / 5
 পাকিস্তানি এফ ১৬ ফাইটার বিমানকে গুলি করে নামান অভিনন্দন। এরপরেই পাক সেনা অভিনন্দনের মিগ ২১ বিমানকে গুলি করে। পাকিস্তানের মাটিতে প্যারাশুতে অবতরণ করেন তিনি। এর পরেই পাকিস্তানের সেনার হাতে আটক হন। ১ মার্চ জেনিভা যুদ্ধ চুক্তি অনুসারে অভিননন্দনকে মুক্তি দেয় পাক সেনা।  সেই বছরই তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক 'বীর চক্রে' ভূষিত হন। ছবি: টুইটার

পাকিস্তানি এফ ১৬ ফাইটার বিমানকে গুলি করে নামান অভিনন্দন। এরপরেই পাক সেনা অভিনন্দনের মিগ ২১ বিমানকে গুলি করে। পাকিস্তানের মাটিতে প্যারাশুতে অবতরণ করেন তিনি। এর পরেই পাকিস্তানের সেনার হাতে আটক হন। ১ মার্চ জেনিভা যুদ্ধ চুক্তি অনুসারে অভিননন্দনকে মুক্তি দেয় পাক সেনা। সেই বছরই তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক 'বীর চক্রে' ভূষিত হন। ছবি: টুইটার

Next Photo Gallery