Airtel Prepaid Plans: রোজ 4 টাকা খরচে এক বছর আনলিমিটেড কলিং, সঙ্গে 4GB ডেটা ও আরও অনেক কিছু

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 16, 2023 | 9:14 PM

Airtel Recharge: একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে বেসরকারি টেলকো Airtel-এর কাছে। আজ, এমন কিছু প্রিপেড প্যাক সম্পর্কে জেনে নিন, যেগুলি গ্রাহকদের আনলিমিটেড কলিং অফার করে।

1 / 8
Airtel তার গ্রাহকদের জন্য বিস্তৃত রেঞ্জের রিচার্জ প্যাক অফার করে। সস্তা থেকে দামি, এক মাস থেকে এক বছর, ডেটা প্যাক থেকে টপ-আপ সহ বিভিন্ন প্ল্যান রয়েছে বেসরকারি টেলিকম সংস্থাটির কাছে। এদেশে পোস্টপেডের তুলনায় প্রিপেডের চাহিদাই সবথেকে বেশি। তাই প্রিপেড প্ল্যানেই আনলিমিটেড কলিং থেকে শুরু করে ডেটা, ওটিটি-র মতো একাধিক আকর্ষণীয় অফার দেওয়া হয়।

Airtel তার গ্রাহকদের জন্য বিস্তৃত রেঞ্জের রিচার্জ প্যাক অফার করে। সস্তা থেকে দামি, এক মাস থেকে এক বছর, ডেটা প্যাক থেকে টপ-আপ সহ বিভিন্ন প্ল্যান রয়েছে বেসরকারি টেলিকম সংস্থাটির কাছে। এদেশে পোস্টপেডের তুলনায় প্রিপেডের চাহিদাই সবথেকে বেশি। তাই প্রিপেড প্ল্যানেই আনলিমিটেড কলিং থেকে শুরু করে ডেটা, ওটিটি-র মতো একাধিক আকর্ষণীয় অফার দেওয়া হয়।

2 / 8
তবে গ্রাহকদের চাহিদাও থাকে ভিন্ন রকমের প্ল্যানের। কারও অতিরিক্ত ডেটার প্রয়োজন হলে, তিনি ডেটা প্যাক ব্যবহার করেন। কেউ আবার অতিরিক্ত ভ্যালিডিটি চাইলে এমন প্ল্যান রিচার্জ করেন, যাতে তিনি সারা বছর নিশ্চিন্তে থাকতে পারেন। তবে আজ আমরা এমন কিছু Airtel Prepaid Plans সম্পর্কে জেনে নেব, যেগুলি গ্রাহকদের আনলিমিটেড কলিং অফার করে। সেই সঙ্গেই আবার সেই সব প্ল্যানে মেলে যথেষ্ট পরিমাণ ডেটা, তাদের ভ্যালিডিটিও অনেকটাই বেশি হয়।

তবে গ্রাহকদের চাহিদাও থাকে ভিন্ন রকমের প্ল্যানের। কারও অতিরিক্ত ডেটার প্রয়োজন হলে, তিনি ডেটা প্যাক ব্যবহার করেন। কেউ আবার অতিরিক্ত ভ্যালিডিটি চাইলে এমন প্ল্যান রিচার্জ করেন, যাতে তিনি সারা বছর নিশ্চিন্তে থাকতে পারেন। তবে আজ আমরা এমন কিছু Airtel Prepaid Plans সম্পর্কে জেনে নেব, যেগুলি গ্রাহকদের আনলিমিটেড কলিং অফার করে। সেই সঙ্গেই আবার সেই সব প্ল্যানে মেলে যথেষ্ট পরিমাণ ডেটা, তাদের ভ্যালিডিটিও অনেকটাই বেশি হয়।

3 / 8
Airtel 155 টাকার রিচার্জ প্ল্যান - এই প্ল্যানে Airtel ব্যবহারকারীরা পেয়ে যান 24 দিনের ভ্যালিডিটি। রয়েছে 1GB ডেটা এবং 300টি SMS-ও পাঠানোর সুবিধা। পাশাপাশি আনলিমিটেড কলিংও করা যাবে প্ল্যানটিতে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে হ্যালোটিউন এবং উইঙ্ক মিউজ়িকের ফ্রি সাবস্ক্রিপশন। এখন এটাই এয়ারটেলের বেসিক প্ল্যান, 99 টাকার প্ল্যান বন্ধ করে যা চালু করা হয়েছে।

Airtel 155 টাকার রিচার্জ প্ল্যান - এই প্ল্যানে Airtel ব্যবহারকারীরা পেয়ে যান 24 দিনের ভ্যালিডিটি। রয়েছে 1GB ডেটা এবং 300টি SMS-ও পাঠানোর সুবিধা। পাশাপাশি আনলিমিটেড কলিংও করা যাবে প্ল্যানটিতে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে হ্যালোটিউন এবং উইঙ্ক মিউজ়িকের ফ্রি সাবস্ক্রিপশন। এখন এটাই এয়ারটেলের বেসিক প্ল্যান, 99 টাকার প্ল্যান বন্ধ করে যা চালু করা হয়েছে।

4 / 8
Airtel 179 টাকার রিচার্জ প্ল্যান- Airtel-এর 179 টাকার প্ল্যানে গ্রাহকদের 28 দিন ভ্যালিডিটি দেওয়া হয়। প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যান সর্বসাকুল্যে 2GB ডেটা। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা যেমন রয়েছে, তেমনই আবার এই প্ল্যান রিচার্জ করে 300টি SMS-ও পাঠাতে পারবেন গ্রাহকরা। এছাড়াও রয়েছে উইঙ্ক মিউজ়িক এবং ফ্রি হ্যালোটিউন বেনিফিট।

Airtel 179 টাকার রিচার্জ প্ল্যান- Airtel-এর 179 টাকার প্ল্যানে গ্রাহকদের 28 দিন ভ্যালিডিটি দেওয়া হয়। প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যান সর্বসাকুল্যে 2GB ডেটা। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা যেমন রয়েছে, তেমনই আবার এই প্ল্যান রিচার্জ করে 300টি SMS-ও পাঠাতে পারবেন গ্রাহকরা। এছাড়াও রয়েছে উইঙ্ক মিউজ়িক এবং ফ্রি হ্যালোটিউন বেনিফিট।

5 / 8
Airtel 455 টাকার প্ল্যান - এটি এয়ারটেলের অন্যতম জনপ্রিয় একটি প্ল্যান। আর এই প্ল্যান জনপ্রিয় হওয়ার মূল কারণ হল তার ভ্যালিডিটি। 455 টাকার Airtel প্ল্যানে গ্রাহকদের 84 দিন ভ্যালিডিটি অফার করা হয়, যা প্রায় তিন মাসের কাছাকাছি।

Airtel 455 টাকার প্ল্যান - এটি এয়ারটেলের অন্যতম জনপ্রিয় একটি প্ল্যান। আর এই প্ল্যান জনপ্রিয় হওয়ার মূল কারণ হল তার ভ্যালিডিটি। 455 টাকার Airtel প্ল্যানে গ্রাহকদের 84 দিন ভ্যালিডিটি অফার করা হয়, যা প্রায় তিন মাসের কাছাকাছি।

6 / 8
এই প্ল্যানে যে শুধু ভ্যালিডিটিই বেশি তা নয়। সেই সঙ্গেই আবার প্ল্যানটিতে গ্রাহকদের 6GB ডেটা এবং 900 SMS অফার করা হয়। এছাড়াও অন্যান্য প্ল্যানের মতো রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং অফার। 455 টাকার এয়ারটেলর প্ল্যানের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে অ্যাপোলো 24/7 বেনিফিট, ফাস্ট্যাগ রিচার্জে ক্যাশব্যাক, ফ্রি উইঙ্ক মিউজ়িক এবং হ্যালোটিউন্সও।

এই প্ল্যানে যে শুধু ভ্যালিডিটিই বেশি তা নয়। সেই সঙ্গেই আবার প্ল্যানটিতে গ্রাহকদের 6GB ডেটা এবং 900 SMS অফার করা হয়। এছাড়াও অন্যান্য প্ল্যানের মতো রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং অফার। 455 টাকার এয়ারটেলর প্ল্যানের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে অ্যাপোলো 24/7 বেনিফিট, ফাস্ট্যাগ রিচার্জে ক্যাশব্যাক, ফ্রি উইঙ্ক মিউজ়িক এবং হ্যালোটিউন্সও।

7 / 8
Airtel 1,799 টাকার প্ল্যান - এই এয়ারটেল রিচার্জ প্যাক তাঁদের জন্য সেরা, যাঁরা কেবল মাত্র এক বছরের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার চান। 1799 টাকার Airtel প্ল্যানে গ্রাহকদের 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এক বছর ধরে গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড কলিংও করতে পারেন।

Airtel 1,799 টাকার প্ল্যান - এই এয়ারটেল রিচার্জ প্যাক তাঁদের জন্য সেরা, যাঁরা কেবল মাত্র এক বছরের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার চান। 1799 টাকার Airtel প্ল্যানে গ্রাহকদের 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এক বছর ধরে গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড কলিংও করতে পারেন।

8 / 8
এছাড়াও এই প্ল্যানে গ্রাহকদের 3600টি SMS পাঠানোর সুবিধা দেওয়া হয়। প্রতিদিনের হিসেবের দিক থেকে দেখতে গেলে গ্রাহকরা এই প্ল্যানে প্রতিদিন 4 টাকা করে খরচ করেন। আর সেই টাকার বিনিময়ে তাঁরা পেয়ে যান আনলিমিটেড কলিং, ডেটা-সহ আরও অনেক কিছু। আগের প্ল্যানের মতো এটিতেও গ্রাহকদের ফাস্ট্যাগ রিচার্জে ক্যাশব্যাক, অ্যাপোলো 24/7 বেনিফিট, ফ্রি উইঙ্ক মিউজ়িক এবং ফ্রি হ্যালোটিউন্সও অফার করা হয়।

এছাড়াও এই প্ল্যানে গ্রাহকদের 3600টি SMS পাঠানোর সুবিধা দেওয়া হয়। প্রতিদিনের হিসেবের দিক থেকে দেখতে গেলে গ্রাহকরা এই প্ল্যানে প্রতিদিন 4 টাকা করে খরচ করেন। আর সেই টাকার বিনিময়ে তাঁরা পেয়ে যান আনলিমিটেড কলিং, ডেটা-সহ আরও অনেক কিছু। আগের প্ল্যানের মতো এটিতেও গ্রাহকদের ফাস্ট্যাগ রিচার্জে ক্যাশব্যাক, অ্যাপোলো 24/7 বেনিফিট, ফ্রি উইঙ্ক মিউজ়িক এবং ফ্রি হ্যালোটিউন্সও অফার করা হয়।

Next Photo Gallery