AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দোলেই অবসান সব জল্পনার, অবশেষে খোলসা হল ঐশ্বর্য-অভিষেকের সম্পর্কে আর…

Bollywood Gossip: যদিও তাঁরা কখনই এই প্রসঙ্গে মুখ খোলেননি। বারবার একাধিক ছবি যা প্রমাণ করার করে দিয়েছে। এবার সেভাবেই সকলকে চমকে দিয়ে দোলের ছবি এল সামনে। যেখানে একশ্রেণির ধারণা ছিল তাঁরা একসঙ্গে থাকছেন না, বর্তমানে তাঁরাই এবার সত্যিটা আনলেন সামনে।

| Updated on: Mar 26, 2024 | 1:05 PM
Share
ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, জুটির সম্পর্ক নিয়ে এখন সর্বত্র চর্চা তুঙ্গে। তাঁরা কি সত্যি বিচ্ছেদের পথে পা বাড়িয়েছেন? সত্যি কি তাঁরা একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন?

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, জুটির সম্পর্ক নিয়ে এখন সর্বত্র চর্চা তুঙ্গে। তাঁরা কি সত্যি বিচ্ছেদের পথে পা বাড়িয়েছেন? সত্যি কি তাঁরা একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন?

1 / 8
খবর প্রকাশ্যের আসার পর থেকেই এই জুটিকে নিয়ে নানা জল্পনা তুঙ্গে। যদিও তাঁরা কখনই এই প্রসঙ্গে মুখ খোলেননি। বারবার একাধিক ছবি যা প্রমাণ করার করে দিয়েছে।

খবর প্রকাশ্যের আসার পর থেকেই এই জুটিকে নিয়ে নানা জল্পনা তুঙ্গে। যদিও তাঁরা কখনই এই প্রসঙ্গে মুখ খোলেননি। বারবার একাধিক ছবি যা প্রমাণ করার করে দিয়েছে।

2 / 8
এবার সেভাবেই সকলকে চমকে দিয়ে দোলের ছবি এল সামনে। যেখানে একশ্রেণির ধারণা ছিল তাঁরা একসঙ্গে থাকছেন না, বর্তমানে তাঁরাই এবার সত্যিটা আনলেন সামনে।

এবার সেভাবেই সকলকে চমকে দিয়ে দোলের ছবি এল সামনে। যেখানে একশ্রেণির ধারণা ছিল তাঁরা একসঙ্গে থাকছেন না, বর্তমানে তাঁরাই এবার সত্যিটা আনলেন সামনে।

3 / 8
অবশেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ঐশ্বর্য ও অভিষেকের এক সঙ্গে দোল সেলিব্রেশনের ছবি। সৌজন্যে ঐশ্বর্যের ফ্যান পেজ। তাঁরাই এবার ভাঙলেন সব জল্পনা।

অবশেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ঐশ্বর্য ও অভিষেকের এক সঙ্গে দোল সেলিব্রেশনের ছবি। সৌজন্যে ঐশ্বর্যের ফ্যান পেজ। তাঁরাই এবার ভাঙলেন সব জল্পনা।

4 / 8
এবার দোলে চুটিয়ে অভিষেকের সঙ্গে সেলিব্রেট করতে দেখা গেল ঐশ্বর্যকে। পাশাপাশি যোগ দিল তাঁদের মেয়ে আরাধ্যা রাই বচ্চন। বন্ধুদের সঙ্গে দোলের উৎসব।

এবার দোলে চুটিয়ে অভিষেকের সঙ্গে সেলিব্রেট করতে দেখা গেল ঐশ্বর্যকে। পাশাপাশি যোগ দিল তাঁদের মেয়ে আরাধ্যা রাই বচ্চন। বন্ধুদের সঙ্গে দোলের উৎসব।

5 / 8
সুখী দাম্পত্যের ছবিই যেখানে স্পষ্ট হয়ে গেল। মা-মেয়ে কিংবা অভিষেক ঐশ্বর্য, সকলের মুখে হাসি দেখে স্বস্তি ফিরল সকলের মুখে।

সুখী দাম্পত্যের ছবিই যেখানে স্পষ্ট হয়ে গেল। মা-মেয়ে কিংবা অভিষেক ঐশ্বর্য, সকলের মুখে হাসি দেখে স্বস্তি ফিরল সকলের মুখে।

6 / 8
ভাল আছেন তাঁরা। যদিও এদিন বচ্চন পরিবারকে আলাদা দোল খেলতে দেখা যায়। সেই পার্টিতে ছিলেন না অভিষেক, ঐশ্বর্য কিংবা আরাধ্যা।

ভাল আছেন তাঁরা। যদিও এদিন বচ্চন পরিবারকে আলাদা দোল খেলতে দেখা যায়। সেই পার্টিতে ছিলেন না অভিষেক, ঐশ্বর্য কিংবা আরাধ্যা।

7 / 8
ফলে তা নিয়েও একশ্রেণি প্রশ্ন তুলছে, তবে কি ঐশ্বর্য আসবে না বলেই আরাধ্যার সঙ্গে এদিনটা সেলিব্রেট করতে বাইরেই থাকলেন অভিষেক? যদিও ন্যাড়া পোড়ানোর দিনে পরিবারের সঙ্গেই দেখা গিয়েছে বচ্চন বধূকে।

ফলে তা নিয়েও একশ্রেণি প্রশ্ন তুলছে, তবে কি ঐশ্বর্য আসবে না বলেই আরাধ্যার সঙ্গে এদিনটা সেলিব্রেট করতে বাইরেই থাকলেন অভিষেক? যদিও ন্যাড়া পোড়ানোর দিনে পরিবারের সঙ্গেই দেখা গিয়েছে বচ্চন বধূকে।

8 / 8