
১. মাতৃদিবসে ফিরে দেখা। বলিউডে সেলিব্রিটি মায়েরা তাঁদের অন্তঃসত্ত্বা অবস্থায় অথবা সন্তানের জন্মের পর বিচিত্র কারণে ট্রোল হয়েছেন। আজকের সেলেব মায়েরা তাঁদের বেবি বাম্প নিয়ে লুকিয়ে থাকেন না। বরং মাতৃত্বের অনুভূতিকে তাড়িয়ে উপভোগ করেন।

অবশেষে সেখান থেকে না বেরতে পেরে আবারও ভেতরে চলে যায় তাঁরা। কিছুক্ষণ পর সইফ একা বেরিয়ে আসেন। সেখান থেকেই শুরু হয় জল্পনা। তিনি মারার হুমকি দিতেও পিছপা হন না।

৩. ঐশ্বর্য রাই বচ্চন আরাধ্যার জন্মের পর ঐশ্বর্য রাই বচ্চনের প্রচুর ওজন বেড়ে যায়। তাঁকে নিয়ে রীতিমত মিম তৈরি হয়। অভিষেক বচ্চন সিনেমা বোল বচ্চন- তাঁর ছবি দিয়ে গোল বচ্চন লেখাও ভাইরাল হয়। কিন্তু এই সবকে পাত্তা না দিয়ে কান চলচ্চিত্র উৎসবে নিজের পছন্দসই পোশাকে রেড কার্পেটে হাঁটেন।

৪. দিয়া মির্জা ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া। বিয়ের পর এপ্রিল মাসে তিনি জানান, মা হতে চলেছেন। সেই নিয়ে তাঁকে শুনতে হয়, কেন বিয়ের আগে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। এর উত্তর অবশ্য দিয়া সুন্দরভাবেই দিয়েছেন। সন্তানের জন্য তাঁরা বিয়ে করেননি, একসঙ্গে সারা জীবন থাকবেন বলেই বিয়ে করেছেন। বিয়ের পরিকল্পনার সময় তাঁরা জানতে পারেন সন্তান আসছে তাঁদের জীবনে। এটা একজম মেয়ের জীবনের সবচেয়ে বড় উপহার।

৫. কল্কি কোয়েচলিন বয়ফ্রেন্ড গে গারসবার্গের সঙ্গে সহবাস করেন কল্কি। সেই অবস্থায় তিনি অন্তঃসত্ত্বা হন। কেন বিয়ের আগে তিনি মা হচ্ছেন, সেই নিয়ে সামালোচিত হন। কিন্তু কল্কি এই সব বিষয়কে কখনও পাত্তা দেননি।

এরপরই সোশ্যাল মিডিয়ার পাতায় চরম ট্রোল্ড হতে শুরু করেন নেহা ধুপিয়া। হতে হয় একাধিক প্রশ্নের মুখোমুখিও।

৭. কাজল আগরওয়াল মা হওয়ার সময় অনেকটাই ওজন বেড়ে যায় দক্ষিণের সুন্দরী নায়িকার। সেই অবস্থাতেও তাঁকে বডি শেমিং নিয়ে মন্তব্য শুনতে হয়। কাজল অবশ্য নিজের মতো করে সেই সব মন্তব্যের সঠিক জবাব দেন।