Trolling: ‘মিডিয়া ঠিক করবে শরীরের গড়ন’! মেদযুক্ত ঐশ্বর্যকে কটাক্ষ করতেই তোপ দাগলেন রবিনা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 11, 2022 | 7:47 PM

Aishwarya Rai Bachchan: ঐশ্বর্য রাইকেও ছাড়া হয়নি এই তালিকা থেকে। সন্তান হওয়ার পরই তিনি বেশ কিছুটা ওজন বাড়িয়েছিলেন। আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছিল চরম সমালোচনা।

1 / 6
শরীরে মেদের ছাপ। একের পর এক সেলেব যখন কোথাও গিয়ে শরীর নিয়ে প্রশ্নের মুখে পড়ে, তখন, একটা বিষয় ভীষণ রকমের স্পষ্ট হয়ে যায় যে বডি শেমিং কোন পর্যায় পৌঁছে গিয়েছে।

শরীরে মেদের ছাপ। একের পর এক সেলেব যখন কোথাও গিয়ে শরীর নিয়ে প্রশ্নের মুখে পড়ে, তখন, একটা বিষয় ভীষণ রকমের স্পষ্ট হয়ে যায় যে বডি শেমিং কোন পর্যায় পৌঁছে গিয়েছে।

2 / 6
ঐশ্বর্য রাইকেও ছাড়া হয়নি এই তালিকা থেকে। সন্তান হওয়ার পরই তিনি বেশ কিছুটা ওজন বাড়িয়েছিলেন। আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছিল চরম সমালোচনা।

ঐশ্বর্য রাইকেও ছাড়া হয়নি এই তালিকা থেকে। সন্তান হওয়ার পরই তিনি বেশ কিছুটা ওজন বাড়িয়েছিলেন। আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছিল চরম সমালোচনা।

3 / 6
তা নিয়ে মুখ খুলে রবিনা টন্ডন পাশে দাঁড়িয়েছিলেন ঐশ্বর্যের। জানিয়েছিলেন, এবার থেকে কি মিডিয়া ঠিক করে দেবে শরীরের গড়ন ঠিক কেমন হওয়া উচিত!

তা নিয়ে মুখ খুলে রবিনা টন্ডন পাশে দাঁড়িয়েছিলেন ঐশ্বর্যের। জানিয়েছিলেন, এবার থেকে কি মিডিয়া ঠিক করে দেবে শরীরের গড়ন ঠিক কেমন হওয়া উচিত!

4 / 6
তিনি জানান, সদ্য মা হয়েছেন ঐশ্বর্য, এই সময় শরীরের গড়ন ঠিক করার থেকেও তাঁর মাতৃত্ব উপভোগ করাটাই হল মূল।

তিনি জানান, সদ্য মা হয়েছেন ঐশ্বর্য, এই সময় শরীরের গড়ন ঠিক করার থেকেও তাঁর মাতৃত্ব উপভোগ করাটাই হল মূল।

5 / 6
সেই প্রসঙ্গ তুলেই মিডিয়া থেকে ট্রোলারদের এক হাত নিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, প্রতিটা পদে পদে যেভাবে সেলেবদের প্রশ্নের মুখে পড়তে হয় তা কখনই কাম্য নয়।

সেই প্রসঙ্গ তুলেই মিডিয়া থেকে ট্রোলারদের এক হাত নিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, প্রতিটা পদে পদে যেভাবে সেলেবদের প্রশ্নের মুখে পড়তে হয় তা কখনই কাম্য নয়।

6 / 6
ঐশ্বর্যকে সেই মুহূর্তে মিডিয়ার একাংশ যেভাবে আক্রমণ করেছিলেন, তা সকলেরই নজরে আসে। স্পষ্ট হয়ে যায় তাঁর অবস্থান সেলেবদের চোখে।

ঐশ্বর্যকে সেই মুহূর্তে মিডিয়ার একাংশ যেভাবে আক্রমণ করেছিলেন, তা সকলেরই নজরে আসে। স্পষ্ট হয়ে যায় তাঁর অবস্থান সেলেবদের চোখে।

Next Photo Gallery