
আয়কর ফাঁকি দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। এক বছর ধরে দেননি আয়কর। মহারাষ্ট্রের নাসিকে তাঁর একটি সম্পত্তি রয়েছে। থানগাঁও শিনারের কাছে অবস্থিত সেটি। সেই সম্পত্তির আয়কর জমা দেননি ঐশ্বর্য।

এ বিষয়ে ঐশ্বর্যের কাছে নোটিস গিয়েছে। তাঁকে নাকি আয়কর জমা দেওয়ার জন্য বারবারই তলব করেছিল আয়কর দফতর। তাতে নাকি একেবারেই কর্ণপাত করেননি ঐশ্বর্য। এবার তাঁকে নোটিস পাঠানো হয়েছে।

সেখানে এক হেক্টর জমি রয়েছে ঐশ্বর্যর নামে। ২১,৯৬০ টাকা আয়কর দেওয়ার কথা তাঁর। নোটিসে লেখা আছে, যদি ১০দিনের মধ্যে অভিনেত্রী আয়কর জমা না করেন, তা হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ১৭৪ ধারায়।

৯ জানুয়ারি নোটিস পাঠানো হয়েছে ঐশ্বর্যকে। শিনার এলাকার ১,২০০ জন প্রপার্টি ওনারদের মধ্যে একজন ঐশ্বর্য।

সম্প্রতি মণিরত্নমের ঐতিহাসিক গল্প নির্ভর তামিল ছবি 'পোনিইন সেলভান ১'-এ (PS1) অভিনয় করেছিলেন ঐশ্বর্য। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে সেই ছবি।

ছবির সিকুয়্যেল 'পোনিইন সেলভান ২' মুক্তি পাবে ২০২৩ সালের এপ্রিলে। সেই ছবিতেও আছেন ঐশ্বর্য।