
অজয় জাডেজা... (Ajay Jadeja) এই নামের মানুষটা নয়ের দশকে ২২ গজে ঝড় তো তুলতেনই, পাশাপাশি ওই সময়কার তরুণীদের মনেও সাইক্লোন বইয়ে দিতেন। নয়ের দশকে ভারতীয় ক্রিকেটের চকোলেট বয় ছিলেন অজয় জাডেজা। (ছবি-টুইটার)

মাত্র ৮ বছরেই শেষ হয়ে যায় অজয় জাডেজার আন্তর্জাতিক কেরিয়ার। ২০০০ সালে তিনি ম্যাচ গড়াপেটার কারণে ৫ বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন। (ছবি-টুইটার)

তবে ২০০৩ সালে দিল্লি হাইকোর্ট অজয় জাডেজার ওপর থেকে নির্বাসন তুলে নেয়। এবং তিনি ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ফের সুযোগ পান। তবে জাতীয় দলের দরজা আর জাডেজার জন্য খোলেনি। (ছবি-টুইটার)

সংক্ষিপ্ত হলেও, অজয় জাডেজা কেরিয়ারের সেরা ফর্মে থাকার সময় এক ম্যাগাজিনের জন্য তিনি ফটোশুট করেছিলেন বলিউড সুপারস্টার মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) সঙ্গে। সেই থেকে তাঁদের মধ্যে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে শেষ অবধি তাঁদের বিয়ে হয়নি। (ছবি-টুইটার)

বর্ণময় ক্রিকেট কেরিয়ার ছিল অজয় জাডেজার। ২০০৩ সালে তিনি ‘খেল’ সিনেমায় অভিনয় করেন সুনীল শেট্টি এবং সানি দেওলের সঙ্গে। এর ৬ বছর পরে তিনি অভিনয় করেন ‘পল পল দিল কে সাথ’ ফিল্মে। এ ছাড়া সুশান্ত সিং অভিনীত ‘কাই পো চে’ ছবিতে তিনি ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে ক্যামিয়ো ভূমিকায় ছিলেন। (ছবি-টুইটার)